বাংলারজমিন

রাজারহাটে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:০২ পূর্বাহ্ন

 কুড়িগ্রামের রাজারহাটে শনিবার নাজিমখান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর অপসারণের দাবিতে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে নাজিমখান-রাজারহাট সড়কে ৩ ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
এলাকাবাসী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, নাজিমখান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর দীর্ঘদিনের জমে থাকা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে সঠিক নিয়মে পাঠদান হয় না। এমনকি কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসের প্রজেক্টর মডেমসহ বিভিন্ন যন্ত্রপাতির জন্য বরাদ্দ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৭ বছর পুকুর লিজ-জমির আবাদসহ কলেজের ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। এ ছাড়া বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ বিলুপ্ত এবং রসায়ন, পদার্থ ও উচ্চতর গণিত শাখায় পাঠদান হয় না দীর্ঘদিন। শ্রেণি শিক্ষকরা বিনা ছুটিতে মাসের বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন। কলেজ অধ্যক্ষ ৬ মাসের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকলেও অদৃশ্য খুঁটির জোরে ৭ বছর ধরে ওই পদটি আগলে রেখেছেন। এ সুবাদে তিনি এডহক কমিটি দিয়ে ৭ বছর ধরে প্রতিষ্ঠান পরিচালনা করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করেন। এসব কারণে শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে প্রতিষ্ঠানে অবস্থান করে চেয়ার-টেবিল-বেঞ্চ ভাঙচুর করে নাজিমখান বাজারে বিক্ষোভ মিছিল বের করে নাজিমখান-রাজারহাট সড়ক অবরোধের পর অগ্নিসংযোগ করে অধ্যক্ষের অপসারণ দাবি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্কুল পরিচালনা কমিটি-ইউএনও এবং ওসিসহ রুদ্ধদ্বার বৈঠক শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার পদ থেকে আগামী ২০শে আগস্ট বিদ্যালয়ের হিসাবনিকাশসহ ইস্তফাপত্র পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করার জন্য লিখিতভাবে প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগামী ২০শে আগস্ট বিদ্যালয়ের হিসাবনিকাশ বুঝে দিয়ে ইস্তফাপত্র দেবেন। এ ছাড়া নিয়মিত ক্লাসের জন্য রুটিন করে দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status