বাংলারজমিন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:০২ পূর্বাহ্ন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর শাহজালাল (রহ.)-এর মাজার গেট এলাকা থেকে এ অভিযান শুরু হয়। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়ে নগরীর আম্বরখানা, জালালাবাদ হয়ে সুবিদবাজার গিয়ে শেষ হয়। এ সময় সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার সদস্যরা নগর পুলিশের সহযোগিতায় সড়কের দু’পাশে অবৈধভাবে স্থাপিত শতাধিক ছোট-বড় বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করেন। অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত সাংবাদিকদের জানান, ‘মানুষের চলাচলে বাধা সৃষ্টিকারী অবৈধ বিলবোর্ড উচ্ছেদের পাশাপাশি স্থাপনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আধুনিক ও পরিছন্ন সিলেট বিনির্মাণের জন্য এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি’। এ সময় সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ ছাড়াও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাপক প্রস্তুতি নিয়ে শাহজালাল (রহ.)-এর মাজার গেটের সড়কে অবস্থান নেন। এর পর একযোগে সড়কের দুই পাশের সব ধরনের অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু করা হয়। অভিযান শেষে সেগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হয় নগর ভবনে। অভিযানে একটি বুম ট্রাক, একটি এক্সকাভেটরসহ সিসিকের বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী ও নগর পুলিশের দুইটি টিম সার্বক্ষণিক অপসারণ কাজে সহায়তা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status