বাংলারজমিন

বড়াইগ্রামে ছেলে ধরা গুজব

স্কুল থেকে শিশুদের ফিরিয়ে আনলেন অভিভাবকরা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:০১ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি-কাঁছুটিয়া গ্রামীণ সড়কে একটি কালো রংয়ের হাইয়েজ মাইক্রোবাস চলতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবখানে। কে বা কারা ছেলে ধরার জন্য এই গাড়িতে এসেছে এমন প্রচার করলে আতঙ্কগ্রস্ত অভিভাবকরা স্কুল থেকে ক্লাসের মাঝখানেই তাদের শিশু সন্তানদের ফিরিয়ে নিয়ে আসে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা জোয়াড়ি ইউনিয়নের কাঁছুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিভাবকরা কাঁছুটিয়া সরকারি প্রাইমারি স্কুল থেকে প্রথম শিফটের শিশু শ্রেণি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সকল শিক্ষার্থীর বাড়িতে ফিরিয়ে আনেন। এ সব ঘটনা গুজব বলে শতবার বোঝানোর চেষ্টা করলেও কোনো অভিভাবকই আমলে নেননি ওই স্কুলের প্রধান শিক্ষিকা নুরজাহান শেলীর কথা। বাধ্য হয়ে তিনি রোববার সকাল ১০টায় মা সমাবেশের আয়োজন করেছেন। সেখানে ইউএনও, থানার ওসি ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাঁছুটিয়া গ্রামের পথে একটি মাইক্রোবাস চলতে দেখলে ছেলে ধরা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই অভিভাবকগণ এসে চলমান ক্লাস থেকে তাদের সন্তানদের নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status