বিনোদন

হায়দরাবাদে ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা

স্টাফ রিপোর্টার

২১ জুলাই ২০১৯, রবিবার, ৮:২০ পূর্বাহ্ন

বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদ্‌যাপন উপলক্ষে ভারতের হায়দরাবাদের বানজারা হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে ১৮ই জুলাই। আর তা শেষ হবে আজ। সাহিত্য, সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের স্বনামখ্যাত শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। তাকে ছাড়াও চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে কিংবদন্তি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত এবং ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার নাগার্জুনকে। ১৯শে জুলাই তাদের এই সম্মাননা দেয়া হয়। এই নিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ১৩টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়। দেখানো হয় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ ও ঋতুপর্ণ ঘোষের মতো কিংবদন্তি নির্মাতাদের ছবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status