খেলা

বাংলাদেশকে মোকাবিলার আগেই দুঃসংবাদ শুনলেন হাথুরু

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই ২০১৯, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে আর শ্রীলঙ্কার দায়িত্বে থাকছেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ লঙ্কান কোচের ‘বিদায় ঘণ্টা’ বাজিয়ে দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। গতকাল শ্রীলঙ্কা  ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লঙ্কান সংবাদমাধ্যম জানায়, শুক্রবার কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। হারিন ফার্নান্ডো বলেছেন, ‘অবশ্যই বাংলাদেশ সিরিজের পর কোচকে চলে যেতে হবে।’ আর লঙ্কান বোর্ড সূত্র জানায়, ২০১৯ বিশ্বকাপের আগেই কোচ হাথুরুসিংহেকে বরখাস্ত করতে চেয়েছিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। আগামী ২৬শে জুলাই কলম্বোয় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। চন্ডিকা হাথুরুসিংহের সব মনোযোগ ওই সিরিজেই থাকার কথা। তবে সেটা তিনি দিতে পারবেন কি?। সিরিজের আগ মুহূর্তেই যে দুঃসংবাদ শুনতে হলো লঙ্কান কোচকে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে হাথুরুর কোচিংয়ে খুব একটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। নয় ম্যাচে মাত্র তিনটি জিতে প্রথমপর্ব থেকেই বিদায় নেয় লঙ্কানরা। তবে যেহেতু চুক্তি আছে আরও প্রায় দেড় বছর, বিশ্বকাপ ব্যর্থতার পরও হাথুরুসিংহে দায়িত্ব ছাড়তে নারাজ। হাথুরু তো দলের ব্যর্থতার দায় একা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন। টিম ম্যানেজম্যান্টকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। গত সপ্তাহে দল নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশের সাবেক এই কোচ বলেন, ‘আমার আরও ১৬ মাস আছে। আশা করছি, চুক্তির মেয়াদ পর্যন্ত থাকতে পারবো।’ তবে হাথুরু চাইলেও আর জোর করে থাকতে পারছেন না। শুক্রবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে জাতীয় দলের এই কোচকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশ সিরিজের পর কোচকে চলে যেতে হবে।’

 হাথুরুসিংহে ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে দায়িত্ব নেন। তার আগের তিন বছর বাংলাদেশের কোচ হিসেবে সফল ছিলেন তিনি। কলম্বোয় ভয়াবহ বোমা হামলার পর প্রথম বিদেশি দল হিসেবে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে এবার কেবল তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। ২৬, ২৮ ও ৩১শে জুলাই তিনটি ম্যাচই হবে কলম্বোর রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status