বাংলারজমিন

ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে কালীগঞ্জ পৌরসভা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

২০ জুলাই ২০১৯, শনিবার, ৮:১০ পূর্বাহ্ন

 ঝিনাইদহের কালীগঞ্জ শহর ভাগাড়ে পরিণত হয়েছে। মশামাছি ময়লা আবর্জনার গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। জানাগেছে, বেশ কয়েকদিন ধরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কর্মচারীরা সরকারি তহবিল থেকে বেতন-ভাতার দাবিতে রাজধানী শহরে আন্দোলন করছে। গেল কয়েকদিন ধরে অচল অবস্থা কালীগঞ্জ পৌরসভা। সকল কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সকালে সরজমিনে দেখা যায়, কালীগঞ্জ শহরের পৌর এলাকার কালীবাড়ী মোড়, কলেজ রোড, নতুনবাজার, কলাহাট, হাসপাতালসড়ক, নিমতলাবাজারসহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে জমেছে বেশ কয়েক দিনের ময়লা আবর্জনা। প্রধান সড়কের উপর তৈরি হয়েছে ময়লার স্তূপ। রাতে জ্বলছে না সড়কবাতি। যার ফলে কালীগঞ্জ পৌরসভায় বসবাসকারী বাসিন্দা ও ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। ৩নং ওয়ার্ডের (ফয়লা) বাসিন্দা আ. রহিম বলেন, ময়লা আবর্জনা সড়কে জমে থাকায় দুর্গন্ধে সৃষ্টি হয়েছে। বসবাস করতে কষ্ট হচ্ছে। হাসপাতাল সড়কের ব্যবসায়ী বাপ্পারাজ বলেন, শহরে ময়লা আবর্জনার মধ্যে ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না। বেশ কিছু দিন ধরে শহরের প্রাণকেন্দ্রে ময়লা স্তূপ পড়ে থাকায় মশামাছি জন্ম নিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে পৌরবাসীর। কালীগঞ্জ পৌরসভার সিনিয়র হিসাব রক্ষক আবেদ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status