অনলাইন

সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট চলছেই

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

১৯ জুলাই ২০১৯, শুক্রবার, ১২:১৮ অপরাহ্ন

ফাইল ফটো

ঢাকা রুটে সিরাজগঞ্জের বাস চলাচলে বাঁধা দেয়ার অভিযোগে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে  যানবাহন চলাচল না করায় যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। এ বিষয়ে জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি বলেন, ঢাকার বাসস্ট্যান্ডগুলোতে সিরাজগঞ্জের সব কাউন্টার বন্ধ করার প্রতিবাদে আমাদের এই ধর্মঘট চলছে। এ কারনে সকল রুটে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাও বন্ধ রয়েছে।  নির্ধারিত দাবিগুলো না মানা হলে ধর্মঘট অব্যাহত থাকবে।  প্রসঙ্গত, সিরাজগঞ্জ-ঢাকা রুটে সিরাজগঞ্জ জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সঙ্গে আলোচনা ছাড়াই সেবা লাইন নামক বেশ কয়েকটি বাস ঢুকিয়ে দেয় মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতি। এরই জেরধরে গত ১৩ জুলাই থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status