খেলা

সিরিজ বাই সিরিজ এগোতে চান মুশফিক

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই ২০১৯, শুক্রবার, ৯:০৭ পূর্বাহ্ন

মাত্রই শেষ হলো বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসের আসর নিয়ে এখনো চলছে আলোচনা। এরই মধ্যে সামনের বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা শোনালেন মুশফিকুর রহীম। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে প্রস্তুতি-অনুশীলনের পরিকল্পনা বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যানের। বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। শুরুটা দারুণ হলেও শেষের ব্যর্থতায় হতাশা নিয়ে ফিরতে হয়েছে দেশে। ৩২ বছর বয়সী মুশফিক হতাশা ঝেড়ে সামনের বিশ্বকাপে রাখছেন চোখ। সেজন্য সিরিজ বাই সিরিজ এগিয়ে লক্ষ্যে পৌঁছানোর কথা শুনিয়েছেন তিনি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেয়া সাক্ষাৎকারে। মুশফিকুর রহীম বলেন, ‘অবশ্যই আমার বড় পরিকল্পনা আছে, তবে সেজন্য সিরিজ বাই সিরিজ এগোতে চাই। লক্ষ্যে পৌঁছাতে প্রস্তুতি ও অনুশীলন জরুরি। প্রতিটি সিরিজ ধরে এগোলে ফর্ম ধরে রাখা সম্ভব। যদি আপনি আগেই অনেক দূর নিয়ে চিন্তা-ভাবনা করেন, তাহলে ধারাবাহিকতা ধরে রাখাটা কঠিন হবে। আমার লক্ষ্য হলো ২০২৩ বিশ্বকাপে খেলা।’ ২০১৫ বিশ্বকাপ শেষ করেছিল বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে। এবারের আসরে দারুণ শুরু পেলেও দশ দলের মধ্যে অষ্টম হয়ে শেষ করেছে মিশন। পয়েন্ট টেবিলের হিসাবে অবশ্য পারফরম্যান্স মূল্যায়ন করাটা কঠিন। কারণ ইংল্যান্ড-ওয়েলসের আসরে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সঙ্গে টাইগাররা কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল ভারত ও রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬০৬ রান করার সঙ্গে বোলিংয়ে ১১ উইকেট তুলে নিয়ে বিরল ‘ডাবল’-এর কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার। রানে সাকিবের পরই সেরা পারফরমার মুশফিক। আট ইনিংসে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সংগ্রহ ৩৬৭ রান। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট মুশফিক বলেন, ‘(বিশ্বকাপে) ব্যাটিং অর্ডারের চার নম্বর ব্যাটসম্যানের দিকে তাকালে দেখবেন, আমি সম্ভবত দ্বিতীয় (রস টেইলরের পর)। তাই এটা আমার জন্য অনেক স্বস্তির। এই পারফরম্যান্স আমাকে সামনে আরো কঠিন পরিশ্রম ও বড় চ্যালেঞ্জ নিতে অনুপ্রেরণা জোগাবে। (বিশ্বকাপে) যা করেছি, তাতে আমি খুশি। অবশ্য যতটা ভেবেছিলাম, তা হয়নি; তবে হ্যাঁ, দলের জয়ের পথে কয়েকটি ম্যাচে অবদান রাখতে পেরেছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status