খেলা

বিশ্ব সাঁতারে বাংলাদেশের তিন তারকা

স্পোর্টস রিপোর্টার

১৯ জুলাই ২০১৯, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের তিন সাঁতারু। তারা হলেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ, বিকেএসপির আরিফুল ইসলাম ও নৌবাহিনীর জোনায়না আহমেদ। ১২ই জুলাই দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। তবে চ্যাম্পিয়নশিপের সাঁতারের ইভেন্টগুলো শুরু হবে আগামী ২১শে জুলাই। গতকাল ঢাকা থেকে কোরিয়ায় পৌঁছেন জুয়েল আহমেদ। আরিফুল ইসলাম ফ্রান্সে উচ্চ প্রশিক্ষণ নিচ্ছেন। সেখান থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি। আর নারী সাঁতারু জোনায়না কোরিয়া যাবেন ইংল্যান্ড থেকে। আরিফুল ইসলাম ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন, জুয়েল আহমেদ খেলবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এবং জোনায়না আহমেদ অংশ নেবেন ৫০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে।
সেনাবাহিনীর জুয়েল আহমেদ এবছর জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশীপের ৪০০ মিটার মিডলেতে নিজেরই গড়া ২০১৬ সালের টাইমিং নতুন করে গড়েন। আগের টাইমিং ছিল ০৪:৫২.১৫। এবারের টাইমিং ০৪:৫০.০০ সেকেন্ড। মোট ৩টি সোনা জেতেন জুয়েল। জুনাইনা তো ছিলেন আরো সফল। ৪টি সোনা জেতেন নৌবাহিনীর এই সদস্য। ৪০ মিটার মিডলেতে জুনাইনা ২০১৬ সালে রোমানা আক্তারের রেকর্ড (০৫:৪৭.৫৯) ভেঙে নতুন রেকর্ড গড়েন। টাইমিং ০৫:৩৭.৬১ সেকেন্ড। জুনাইনা আহমেদের জন্ম লন্ডনে। তার বাবা সিলেটের। আগের বার জাতীয় আসরে খেলতে এসে আলোচনায় উঠেছিলেন। বিকেএসপির সাঁতারু আরিফুল ইসলাম ২০১৪ সালে বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ১৩টি স্বর্ণ জিতেছিলেন। ২০১৮ সালে যুব গেমস সাঁতারেও ৫ স্বর্ণপদক জিতেছিলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার আরিফুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status