খেলা

খুলনার নতুন ‘টাইটান’ ওয়াটসন

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই ২০১৯, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সপ্তম আসরে খুলনা টাইটানসের হয়ে মাঠ মাতাবেন তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। সামাজিক যোগাযোগমাধ্যমে খুলনা টাইটানসের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়াটসনের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পেজে লেখা হয়েছে ‘গর্বের সঙ্গে শহরের নতুন টাইটানকে আপনাদের সামনে উপস্থাপন করছি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন খুলনা টাইটানসের সরাসরি বিদেশি চুক্তির একজন হিসেবে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে খেলবেন।’ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলের সপ্তম আসর শুরু হওয়ার কথা। ওয়াটসনকে নিয়ে খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, খুলনা টাইটানস কর্তৃপক্ষ শেন ওয়াটসনকে দলে ভেড়াতে পেরে বেশ আনন্দিত। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। দেশ ও বিশ্বজুড়ে খেলা  ফ্র্যাঞ্চাইজি দলগুলোর হয়ে অনেক শিরোপা জিতেছেন তিনি। শিরোপা জয়ের তার এই অভিজ্ঞতা আমাদের দলের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। খুলনায় যোগদানের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সাবেক অজি অলরাউন্ডার ওয়াটসন বলেন, ‘আমি শেন ওয়াটসন। আমার কাছে দারুণ রোমাঞ্চকর একটি খবর আছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের আসন্ন মৌসুমে আমি খুলনা টাইটানসের হয়ে খেলতে আসছি। আমি দারুণভাবে রোমাঞ্চিত আসন্ন বিপিএলে খেলার জন্য। সেখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার খেলে এবং কোয়ালিটি ক্রিকেট খেলা হয়। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য আমি আসছি। খুলনা টাইটানসের কোচিং ও ব্যবস্থাপনা একটি দারুণ দল গড়েছে। আশা করি আমরা শিরোপা জয় করতে পারবো। শিগগিরই দেখা হবে।’ এর আগে ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে চুক্তি হলেও ইনজুরির কারণে বিপিএল খেলতে পারেননি অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। গত এপ্রিলে জাতীয় দলের হয়ে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী ওয়াটসন। তবে ফ্র্যাঞ্চাইজি লীগে খেলা চালিয়ে যাবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারে  ১৯০ ওয়ানডেতে  ওয়াটসনের সংগ্রহ ৫ হাজার ৭৫৭ রান। বল হাতে ১৬৮ উইকেট শিকার এই অজি পেসারের।  আর ৫৯ টেস্টে ৩ হাজার ৭৩১ রান ও ৭৫ উইকেট রয়েছে ওয়াটসনের ঝুলিতে। অস্ট্রেলিয়ার ব্যাট হাতে ৫৮ টি-টোয়েন্টিতে ১৪৬২ রান সংগ্রহ এই বিশ্বকাপজয়ী এ তারকার।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status