অনলাইন

ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচন ৩১ জুলাই

অনলাইন ডেস্ক

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১২:৪৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় সিনেটের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের নিয়ে একটি চা-চক্রের আয়োজন করেন। সেখানে উপাচার্য সবাইকে প্যানেল নির্বাচনের তারিখ জানান। প্রায় দুই বছর সাময়িক ভিত্তিতে দায়িত্ব পালনের পর উপাচার্য প্যানেল নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্য পদে সাময়িক নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যেল (প্রশাসন) দায়িত্বে ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status