বিশ্বজমিন

কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে আইসিসির নির্দেশ

মানবজমিন ডেস্ক

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১২:০৮ অপরাহ্ন

পাকিস্তানে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। নতুন করে রায় পুনর্বিবেচনার আগ পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। পাশাপাশি ভারতীয় কূটনীতিকদের যাদবের সঙ্গে দেখা করতে দেয়ারও নির্দেশও দিয়েছে আইসিসি। বুধবার আদালতটির ১৬ সদস্যের বেঞ্চ এক শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে। রায়ের পক্ষে ভোট দিয়েছেন ১৫ জন। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, ২০১৬ সালের মার্চ মাসে ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য কুলভূষণকে গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার করে পাকিস্তান।  তাদের দাবি, বেলুচিস্তানে জঙ্গি কার্যকলাপে মদত দেয়ার সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দেশটির সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। ভারত কুলভূষণের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলে, ইরানে কুলভূষণের ব্যবসা আছে। তাকে সেখান থেকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট ও সোমালিয়ার বিচারপতি আব্দুলওয়াকি আহমেদ ইউসুফের নেতৃত্বাধীন বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ রায়ে জানায়, পাকিস্তান ভিয়েনা সনদ লঙ্ঘন করেছে। ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দিতে হবে। তার আইনি প্রতিনিধিত্বের ব্যবস্থাও করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে তার মৃত্যদণ্ডের আদেশ।

তবে কুলভূষণকে মুক্তি দেওয়া বা তাকে ভারতে ফেরত পাঠানো নিয়ে ভারতের আবেদন প্রত্যাখ্যান করেছে আইসিসি। রায়ের অংশ উদ্ধৃত করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালাকে উদ্ধৃত করে আনন্দবাজার জানিয়েছে, রায়কে স্বাগত জানাই। কিন্তু কুলভূষণের ফেরা নিশ্চিত হয়নি। পাকিস্তানের বেছে নেয়া মঞ্চে পুনরায় তার বিচার হবে। তিনি ফের অবিচারের শিকার হতে পারেন।  রায়ের এই অংশের পুনর্বিবেচনার আবেদন জানাতে সরকারকে অনুরোধ জানাচ্ছি।’ রায়কে স্বাগত জানিয়েছে ভারত। পাকিস্তান জানিয়েছে, তারা আইন মেনে চলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status