বাংলারজমিন

সিলেটে পাসের হারে মেয়েরা জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৯:২৬ পূর্বাহ্ন

সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হারে এগিয়ে গেছে মেয়েরা। তবে- মেধার বিচারে এগিয়ে ছেলেরা। মেয়েরা বেশি পাস করলেও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের সংখ্যাই বেশি। এর পাশাপাশি এবার প্রায় ৫ শতাংশ বেশি পাসের হার বেড়েছে। পাসের হারে গুণাগণ মান সিলেটে বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটের ক্যাডেট কলেজে এবারো সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। এক্ষেত্রে এগিয়ে আছে এ প্রতিষ্ঠান। পাশাপাশি সিলেটের এমসি কলেজ ও সরকারি মহিলা কলেজেও বিগত বছরের তুলনায় এবার ফলাফল ভালো হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন- এবার শিক্ষার্থী কোনো দুর্যোগ ছাড়াই পরীক্ষা দিতে পেরেছেন। এ কারণে ফলাফল ভালো হচ্ছে। আগামীতেও আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলে জানা গেছে- এবারের পরীক্ষায় ৬৮ দশমিক ৮৩ শতাংশ মেয়ে পাস করেছে। অপরদিকে ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। আবার এ বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০৯৪ শিক্ষার্থী। এর মধ্যে ৬৪৪ জন ছেলে এবং ৪৫০ জন মেয়ে। বিজ্ঞান বিভাগ থেকে সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৭৭২ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৭৯ ও মেয়ে ২৯৩ জন। হবিগঞ্জের ৮৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ৪৫ জন ছেলে এবং ৪২ জন মেয়ে। মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন। এর মধ্যে ১১০ জন ছেলে এবং ৯৭ জন মেয়ে। সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৮ জন। এর মধ্যে ১০ জন ছেলে এবং ১৮ জন মেয়ে। এদিকে- সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষার গতবার পাসের হার ছিল ৬২ দশমিক ১১। আর এবার এবার পাসের হার ৬৭ দশমিক ৫। আর গতবার জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৩ জন শিক্ষার্থী। এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯৪ জনে। বোর্ড সূত্র জানায়- এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬ হাজার ২৫১ জন। এদের মধ্যে ছেলে ৩৪ হাজার ৬৪৯ জন এবং মেয়ে ৪১ হাজার ৬০২ জন। পাস করেছে ৫১ হাজার ১২৪ জন। এদের মধ্যে ছেলে ২২ হাজার ৪৯০ জন এবং মেয়ে ২৮ হাজার ৬৩৪ জন। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এ গতকাল সাংবাদিকদের জানিয়েছেন- সিলেট শিক্ষাবোর্ড ক্রমাগত ফলাফল ভালো করছে। এবার পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে বলে জানান তিনি। এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ‘আলোকের অভিসারী’খ্যাত সিলেট ক্যাডেট কলেজ। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজ থেকে মোট ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ ফলাফল অর্জন করেছে। সিলেটের এমসি কলেজেই এসেছে ২৫৮টি। এবার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩০৭ জন ছাত্র ও ১১৬ জন ছাত্রী ছিল। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৪১৬ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status