বাংলারজমিন

যশোর বোর্ডের সেরা খুলনা জেলা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৯:২৬ পূর্বাহ্ন

 গত বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় পাসের হারে বিভাগের ১০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এ বছর খুলনার ১০১টি কলেজ থেকে ২৪ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৮৩ দশমিক ২৫ শতাংশ।  গতবছরও পাসের হারে বিভাগের সেরা ছিল খুলনা। গত বছর খুলনার ৯৯টি কলেজ থেকে ২০ হাজার ৪২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছিল ১৩ হাজার ৯৮০ জন শিক্ষার্থী। পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন ১০টি জেলার এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে খুলনা ও সবার নিচে আছে নড়াইল। যশোর শিক্ষাবোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ৪০ শতাংশ। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র সাংবাদিকদের বলেন, এবার যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩১২ জন। যশোর  বোর্ডে খুলনার পর দ্বিতীয় বাগেরহাট, তৃতীয় যশোর, চতুর্থ সাতক্ষীরা, পঞ্চম মাগুরা, ষষ্ঠ মেহেরপুর, সপ্তম ঝিনাইদহ, অষ্টম কুষ্টিয়া, নবম চুয়াডাঙ্গা ও সবার শেষে রয়েছে নড়াইল  জেলা। ৬ হাজার ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ২৬৬ জন। পাসের হার ৬৯ দশমিক ৪০ শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status