খেলা

চুক্তি করতে জুভেন্টাসে ডি লিট বাকি কেবল আনুষ্ঠানিকতা

স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

এটা এখন আর গুঞ্জন নয়, সত্যি খবর। আয়াক্সের ১৯ বছর বয়সী ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট মঙ্গলবার রাতে প্রাইভেট জেটে করে পা রেখেছেন তুরিনে। ইতালির ঐতিহ্যবাহী শহরে পৌঁছেই ডি লিটের টুইট, ‘এখানে আসতে পেরে আমি খুশি।’ গতকাল মেডিকেল টেস্টও সম্পন্ন হয়ে গেছে নেদারল্যান্ডসের এই উদীয়মান ডিফেন্ডারের। জুভেন্টাসের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা কেবল বাকি। আজই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত সব জানাবে ইতালিয়ান সিরি আ জায়ান্টরা। বিভিন্ন গণমাধ্যমের খবর, ডি লিটকে দলে ভেড়াতে ৭৫ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে জুভেন্টাসের।
গত চ্যাম্পিয়ন্স লীগে দারুণ পারফরম করেন ডি লিট। এতটুকুন বয়সে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করা এ ডিফেন্ডার কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে করে আয়াক্সের জয়সূচক গোল। এরপরই তাকে পেতে মরিয়া হয়ে উঠে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনা। বার্সায় ডি লিটের জাতীয় দলের সতীর্থ ফ্র্যাঙ্কি ডি ইয়ং যোগ দেয়ায় অনেকেই ভেবেছিল তিনিও যাবেন ন্যু ক্যাম্পে। তবে শেষ পর্যন্ত বেছে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাসকে।
২০১৬ সালে আয়াক্সের হয়ে অভিষেক হয় ডি লিটের। পরের বছরই নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচ খেলেন এই ডিফেন্ডার। আয়াক্সের হয়ে ৭৭ ম্যাচে ৮ গোল করেছেন ডি লিট। আমস্টারডামের ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে তার অর্জন একটি লীগ শিরোপা ও লীগ কাপ। ২০১৭ সালে আয়াক্সকে ইউরোপা লীগে রানার্সআপ হতে অবদান রাখেন ডি লিট। পরের বছর ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status