খেলা

স্টোকস সেই চার রান ফিরিয়ে দিতে চেয়েছিলেন!

স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডেকে হারিয়ে ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতলো ইংল্যান্ড। তবে ইতিহাস গড়া এই জয়ে বিতর্কিত হয়ে থাকলো স্টোকসের ‘গড অব ব্যাট’। গাপটিলের থ্রোতে স্টোকসের ব্যাটে লেগে অতিরিক্ত চারটি রান পায় ইংল্যান্ড। তা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এই বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন স্টোকসের সতীর্থ জেমস অ্যান্ডারসন। ওভার থ্রোর রানে ইংল্যান্ডের কিছুই করার ছিল না, বলেন ইংলিশ পেসার অ্যান্ডারসন।
বৃটিশ গণমাধ্যম বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘স্টোকস নিজেই ওভার থ্রোতে পাওয়া অতিরিক্ত চার রান ফিরিয়ে দিতে চেয়েছিলেন। মাইকেল ভনের সঙ্গে এ নিয়ে আমি কথা বলেছি। ভন আমাকে জানিয়েছে, স্টোকস আম্পায়ারের কাছে গিয়ে বলেছিলেন যে চারটি কি বাতিল করা যায় কিনা? এই চার আমার (স্টোকস) চাই না। কিন্তু আম্পায়ার যা সিদ্ধান্তে দিয়েছেন তাই।’ এতে স্টোকস কিংবা ইংল্যান্ডে দলের কিছু করার নেই বলে দাবি করেন ইংলিশ গতি তারকা জেমস অ্যান্ডারসন। তিনি বলেন, ‘ক্রিকেটের ভদ্রতা হলো স্টাম্পে থ্রো করা বল যদি আপনার গায়ে লেগে অন্যদিকে যায় তাহলে আপনি রান নিবেন না। কিন্তু বল যদি গতি বেশি থাকার কারণে বাউন্ডারিতে চলে যায় তাহলেতো আপনার কিছু করার নেই। ক্রিকেটের নিয়ম অনুযায়ী যা হবে তাই।’ মহাকাব্যিক ফাইনালের শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৫ রান। প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি বেন স্টোকস। তৃতীয় বলে ছক্কা হাঁকান ইংলিশ এই অলরাউন্ডার। চতুর্থ বলে দৌড়ে রান নেয়ার সময় গাপটিলের থ্রো স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। তাতে দৌড়ে দুই রানের সঙ্গে বাউন্ডারি মিলিয়ে ৬ রান যোগ হয় ইংল্যান্ডের স্কোরবোর্ডে। বল ব্যাটে লাগার পরই তিনি দুই হাত উঁিচয়ে ক্ষমা চান। ম্যাচ শেষেও সংবাদসম্মেলনে এনিয়ে স্টোকস ক্ষমা চেয়েছেন। তিনি বলেছিলেন, ‘নিউজিল্যান্ডের প্রতি আমি আজীবন ক্ষমা চাইবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status