অনলাইন

এইচএসসিতে পাশের হারে দেশসেরা কুমিল্লা

স্টাফ রিপোর্টার

১৭ জুলাই ২০১৯, বুধবার, ৫:০৫ পূর্বাহ্ন

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হারের দিক থেকে সারাদেশে সেরা সাফল্য দেখিয়েছে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭.৭৪ শতাংশ। যা এইচএসসিতে প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ ফল। এর আগে ২০০৮ সালে পাশের শতকরা পাসের হার ছিল ৭৭.৩৩ শতাশ। চলতি বছর এই বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ২ হাজার ৩৭৫ জন, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ। এ বছর কুমিল্লা বোর্ডে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এর মধ্যে ৭৩ হাজার ৩৫৮ জন।

কুমিল্লা বোর্ডে পাসের দিক দিয়ে মেয়েরা কিছুটা এগিয়ে। ছেলেদের গড় পাসের হার ৭৭.১২ এবং মেয়েদের ৭৮.২৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৩২ জন, ছাত্রী ৪০ হাজার ২৬ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বুধবার দুপুরে বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।
কুমিল্লা বোর্ডে এবার পাসের হারে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা, ৮৮.৬৪ শতাংশ। এরপরই রয়েছে ব্যবসায়িক শিক্ষা বিভাগ: এই বিভাগ থেকে পাসের হার ৭৬.৯৪ শতাংশ। আর মানবিকে পাসের হার ৭২.৩৫ শতাংশ। বোর্ডে শতভাগ পাশ করেছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। একজনও পাশ করেনি ৩টি কলেজে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status