অনলাইন

এইচএসসিতে পাশের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ

অনলাইন ডেস্ক

১৭ জুলাই ২০১৯, বুধবার, ১০:২৮ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।

এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। এ বছর কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডেসহ মোট ১০ বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এবছর  গত বছর এ হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।
দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ কলেজ ও মাদরাসা থেকে এ ফল জানতে পারবে। এ ছাড়া এসএমএস ও অনলাইনেও ফল জানা যাবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০। এ ছাড়া মাদরাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status