দেশ বিদেশ

প্রবাসে নারীর মৃত্যুতে এত রহস্য কেন?

আল আমিন নয়ন

১৭ জুলাই ২০১৯, বুধবার, ৯:৫১ পূর্বাহ্ন

 গিয়েছিলেন সৌদি আরব। মৃত্যু হলো মিশরে। তাও আবার ৫তলা থেকে পড়ে। পরিবার জানে না মৃত্যুর প্রকৃত কারণ। বেগম (৩৫) নামের এক নারীকে গৃহকর্মীর কাজ দিয়ে ২০১৯ সালের এপ্রিল মাসের শুরুর দিকে রিক্রুটিং এজেন্সি মেসার্স হান্নান ব্রাদার্স (আরএল-৫৫২) সৌদি আরব পাঠান। কিন্তু বেগম সৌদি থেকে কিভাবে মিশর গেলেন কেউ জানে না এর রহস্য। মিশরস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয় ২৯শে মে মিশরে ৫তলা থেকে পড়ে মোসা: বেগম নামে এক নারীকর্মী মৃত্যুবরণ করেন। বেগম এর স্বামী আব্দুল আজিজ বলেন, বেশ কিছুদিন আগে ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি এই গ্রামের বেগম নামের এক নারী মিশরে মারা গেছে। কিন্তু আমার স্ত্রী গেছে সৌদি। সেজন্য আমরা বিষয়টি গুরুত্ব দিইনি। এরপর মিশর থেকে যখন আমাকে ফোন করা হলো তখন জানতে পারলাম আমার স্ত্রী মিশরে মারা গেছে। মৃত্যুর খবর জানার পর রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে কোনো পাত্তাই দেয়নি আমাদের। আরেক নারী মনোয়ারা (৩৬), পরিবার জানে না তার মৃত্যুর প্রকৃত কারণ। ২০১৮ সালের মার্চ মাসে রিক্রুটিং এজেন্সি মজুমদার ওভারসিজ (আরএল-১১৮১) গৃহকর্মীর কাজ দিয়ে সৌদি পাঠায়। মাত্র ২ মাসেই জীবন দিতে হয় এই নারীকে। দীর্ঘ ১৩ মাস পর গত ২৮শে জুন মৃত দেহ দেশে আসে। পরিবারের সঙ্গে কথা হলে তারা বলেন, আমাদের রিক্রুটিং এজেন্সি জানায় খাবার খেতে না পারার কারণে মনোয়ারা মারা যায়। কিন্তু মনোয়ারার ডেথ সার্টিফিকেটে উল্লেখ আছে তিনি আত্মহত্যা করেছেন। এমন রহস্য শুধু বেগম আর মনোয়ারার মৃত্যুতে নয়, এমন রহস্য অনেক নারীর মৃত্যুতেই। এমনি অজানা কারণ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ৬৯ নারীর মৃতদেহ দেশে ফিরেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status