খেলা

বিশ্বকাপের কত প্রাইজমানি পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০১৯, বুধবার, ৯:২৯ পূর্বাহ্ন

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডেকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে সব দলের জন্য ১ কোটি ডলারের প্রাইজমানি ধরা হয়েছে। আর তাতে রাউন্ড রবিন লীগ পর্ব থেকে বাদ পারলেও বাংলাদেশ পাচ্ছে ২ লাখ ৪০ হাজার ডলারের প্রাইজ মানি। দেশি মুদ্রায় যা ২ কোটি ৩১ লাখ ৬০০ টাকা। এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচে জয়ের জন্য ৪০ হাজার ডলার করে দেয়া হয়। তাতে রাউন্ড রবিন লীগে বাংলাদেশ তিন ম্যাচে জয় পায় বাংলাদেশ আর বৃষ্টির কারণে এক ম্যাচ পরিত্যক্ত হয়। তিন ম্যাচ জয়ের জন্য ১২০ হাজার ডলার ও পরিত্যক্ত ম্যাচের জন্য পেলো ২০ হাজার ডলার। আর রাউন্ড রবিন লীগ থেকে বাদ পড়ায় ১ লাখ ডলার পুরস্কার পেলো টাইগাররা।
চ্যাম্পিয়ন দল হিসেবে স্বাগতিক ইংল্যান্ড পাচ্ছে সর্বোচ্চ ৪২ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশ টাকায় ৩৫ কোটি ৮৮ লাখ ৩১ হাজার ২০০ টাকা। আর রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ড দল পাচ্ছে ২২ লাখ ২০ হাজার ডলার (১৬ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা)।
বিশ্বকাপের প্রাইজমানির তালিকা

১। ইংল্যান্ড লীগ পর্বে ছয় জয়
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার  হিসেবে ২ লাখ ৪০ হাজার ডলার। চ্যাম্পিয়ন হিসেবে প্রাইজমানি ৪০ লাখ ডলার। সর্বমোট ৪২ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশী মুদ্রায় ৩৫ কোটি ৮৮ লাখ ৩১ হাজার ২০০ টাকা।
২। নিউজিল্যান্ড লীগ পর্বে পাঁচ জয়
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার সঙ্গে পরিত্যক্ত ম্যাচের ২০ হাজার ডলার সর্বমোট ২ লাখ ২০ হাজার ডলার। রানার্সআপ হিসেবে প্রাইজমানি ২০ লাখ ডলার। সর্বমোট  ২২ লাখ ২০ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় ১৮ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
৩। ভারত লীগ পর্বে সাত জয় ও এক পরিত্যক্ত
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার ও পরিত্যক্ত হিসেবে ২০ হাজার ডলার। সেমিফাইনালে পরাজিত দলের প্রাইজমানি হিসেবে ৮ লাখ ডলার। সর্বমোট ১১ লাখ ডলার বা ৯ কোটি ৩০ লাখ ৯৩ হাজার টাকা।
৪। অস্ট্রেলিয়া লীগ পর্বে সাত জয়
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার। সেমিফাইনালে পরাজিত দলের প্রাইজমানি ৮ লাখ ডলার। সর্বমোট ১০ লাখ ৮০ হাজার বা ৯ কোটি ১৪ লাখ ৪০০ টাকা।
৫। পাকিস্তান পাঁচ জয় ও এক পরিত্যক্ত
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার ও পরিত্যক্ত ম্যাচে ২০ হাজার ডলার। লীগ পর্ব থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি ১ লাখ ডলার। সর্বমোট ৩ লাখ ২০ হাজার ডলার বা ২ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৬০০ টাকা।
৬। শ্রীলঙ্কা লীগ পর্বে তিন জয় ও দুই পরিত্যক্ত
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার  ও প্রতি পরিত্যক্ত ম্যাচে ২০ হাজার ডলার। লীগ পর্ব থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি হিসেবে ১ লাখ ডলার। সর্বমোট ২ লাখ ৬০ হাজার ডলার বা ২ কোটি ২০ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
৭। দক্ষিণ আফ্রিকা তিন জয় ও এক পরিত্যক্ত
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার ও পরিত্যক্ত ম্যাচে ২০ হাজার ডলার। লীগ পর্ব থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি ১ লাখ ডলার। সর্বমোট ২ লাখ ৪০ হাজার ডলার বা ২ কোটি ৩ লাখ ১১ হাজার ২০০ টাকা।
৮। বাংলাদেশ তিন জয় ও এক পরিত্যক্ত
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার ও পরিত্যক্ত ম্যাচে ২০ হাজার ডলার। লীগ পর্ব থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি ১ লাখ ডলার। সর্বমোট ২ লাখ ৪০ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৩ লাখ ১১ হাজার ২০০ টাকা।
৯। ওয়েস্ট ইন্ডিজ দুই জয় ও এক পরিত্যক্ত
লীগ পর্বের প্রাইজমানি প্রতি জয়ে ৪০ হাজার ডলার ও পরিত্যক্ত ম্যাচে ২০ হাজার ডলার। লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি ১ লাখ ডলার। সর্বমোট ২ লাখ ডলার বা ১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা।
১০। আফগানিস্তান
লীগ স্টেজে জয়: ০, টাই/ পরিত্যক্ত: ০
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি ১ লাখ ডলার। সর্বমোট ১ লাখ ডলার বা ৮৪ লাখ ৬৩ হাজার টাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status