দেশ বিদেশ

সরকারি টাকা আত্মসাৎ

পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার

১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সভায় এ অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। এ মামলায় অন্য দুই আসামি হলেন, প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের সাবেক ব্যবস্থাপক মো. লিয়াকত হোসেন ও ব্যবস্থাপক শঙ্কর চন্দ্র ভূঁইয়া। তিনি আরো জানান, দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। ২০১২ সালের ৩রা মে থেকে ২০১৫ সালের ২৯শে মে’র মধ্যে আত্মসাতের ঘটনা ঘটে। খুলনার খালিশপুর থানায় এ বিষয়ে মামলা হয় ২০১৬ সালের ৯ই ডিসেম্বর।
মামলাটির তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status