খেলা

এ জয়ে আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন: মরগান

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই ২০১৯, সোমবার, ১২:৫৫ অপরাহ্ন

এবার আর শিরোপা বঞ্চিত হতে হলো না ক্রিকেটের জনক ইংল্যান্ডকে। তিনবার ব্যর্থ হওয়ার পর চতুর্থবার ‘শিরোপা সুধা’ পান করলো ইংলিশরা। এই জয়ে আল্লাহ ইংলিশদের পাশে ছিলেন, বললেন ইংল্যান্ড অধিনয়ক এউইন মরগান। বিশ্বকাপের দ্বাদশ ও নিজেদের প্রথম শিরোপা জয়ের পর  মরগান বলেন, ‘আমি আদিল রশিদের সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বললো, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন। আসলে এটাই ইংল্যান্ড। নানা ধর্ম বর্ণ, বিভিন্ন সংস্কৃতি সব মিলিয়েই আমাদের দল।’

রোববার লর্ডসে রোমাঞ্চের রেনু ছড়িয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে। ম্যাচের শেষ ওভারে থ্রিলার। ম্যাচ টাই হওয়ায় সুপার ওভার। নাটকীয়তায় ভরপুর এই ফাইনাল ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। এ ম্যাচ নিয়ে মরগান বলেন, ‘ম্যাচটিতে কী ছিলো না? আমি উইলিয়ামসনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তারা যে লড়াই করেছে তা সত্যিই প্রশংসনীয়। আর আজ (রোববার) সত্যি ক্রীড়ার জন্য বড় একটা দিন। আজ উইম্বলডনের ফাইনাল, সিলভারস্টোন জিপি ও ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল একসঙ্গে।’

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড। এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। দুর্দান্ত ভাবে নিজেদের প্রস্তুত করেছে, এবং ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের নিয়ে গেছে শীর্ষে। ২০১৫ থেকে ২০১৯ এ নিয়ে মরগান বলেন, ‘এটা আমাদের লম্বা সফর ছিল। আমরা এই সফরে নিজেদের উন্নতি করেছি, বিশেষ করে শেষ দুই বছর। শেষ পর্যন্ত আমরা শিরোপা জিতেছি, বিশ্বসেরা হয়েছি। মাঠে খেলোয়াড়রা দুর্দান্ত ছিল। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। দলের প্রয়োজনে সবাই নিজেদের নিংড়ে দিয়েছে।’

সুপার ওভার নিয়ে মারগান বলেন, ‘শিরোপাটা উঁচিয়ে তুলতে পারাটা সত্যি আনন্দের। স্টোকস ক্লান্ত ছিল না তাই বাটলারের সঙ্গে তাকে পাঠানো হয়েছিল। এ দুজনকে কৃতিত্ব দিতে হয়। বল হাতে জফরা আর্চারকেও কৃতিত্ব দিতে হয়। মনে হচ্ছে এ মুহূতে পুরো বিশ্ব আমার হাতে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status