ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

রেকর্ডসংখ্যক দর্শক বিশ্বকাপ দেখেছেন অনলাইন প্ল্যাটফরমে

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই ২০১৯, রবিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই গ্যালারি ছিল ভরপুর। উপমহাদেশীয় দলগুলোর  খেলায় টিকিট নিয়েও দেখা গেছে হাহাকার। মাঠের মতো মাঠের বাইরেও যে বিশ্বকাপ দর্শকপ্রিয়তা পেয়েছে, রেকর্ড সাক্ষ্য দিচ্ছে তেমনটাই। আইসিসি জানাচ্ছে, টেলিভিশন বাদ দিয়েও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফরম মিলিয়ে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মানুষ দেখেছেন ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। ভারত-নিউজিল্যান্ড ম্যাচটিতে হটস্টারের (ভারতীয় অনলাইন প্ল্যাটফরম) প্রতি মুহূর্তের ভিউ ছিল রেকর্ড ২৫.৩ মিলিয়ন বা ২ কোটি ৫৩ লাখ। আইসিসির ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে ২.৬ বিলিয়ন বা ২৬০ কোটি ভিডিও ক্লিপ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ফাইনালের আগে টিভি ও ডিজিটাল মাধ্যমের ভিউয়ারশিপ প্রকাশ করেছে। তাতে উঠে এসেছে এসব তথ্য। আইসিসি জানাচ্ছে, ডিজিটাল মাধ্যম এবারের বিশ্বকাপ সবচেয়ে দর্শকপ্রিয় স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।
এই টুর্নামেন্ট চলাকালীন আইসিসির সোশ্যাল মিডিয়া চ্যানেলে ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছেন। একই সঙ্গে আইসিসির বিশ্বকাপ ওয়েবসাইটে এই সময়ে ৬৫ মিলিয়ন বা ৬ কোটি ৫০ লাখ ইউনিক ভিজিটর ক্লিক করেছেন। পেজ ভিউ হয়েছে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনালে হটস্টারে প্রতি মুহূর্তে খেলা দেখেছেন ২৫.৩ মিলিয়ন মানুষ। পুরো ম্যাচ হিসেব করলে সেই সংখ্যাটা আরও বড়। এর আগে এক ম্যাচে প্রতি মুহূর্তের সর্বোচ্চ ভিউ ছিল ১৮.৬ মিলিয়ন। যুক্তরাজ্যে বিশ্বকাপ সমপ্রচার সত্ত্ব পাওয়া স্কাই স্পোর্টস জানিয়েছে ২০ মিলিয়ন বা ২ কোটি মানুষ তাদের প্ল্যাটফরমে দেখেছেন বিশ্বকাপ। এছাড়া চ্যানেল ফোরের মাধ্যমে হাইলাইটস দেখেছেন বিপুল সংখ্যক মানুষ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ দেখেছেন। এছাড়া ভারত-ইংল্যান্ড ও ভারত-পাকিস্তান ম্যাচে ৪ লক্ষ ৬৫ হাজার নতুন দর্শক পাওয়া গেছে। আইসিসি তাদের ব্রডকাস্ট পার্টনারের মাধ্যমে ২২০টি দেশে ৪৬টি টিভি চ্যানেলে সমপ্রচার করছে বিশ্বকাপ। এসব মাধ্যমে অন্তত ৬৭৫ মিলিয়ন বা ৬৭ কোটি ৫০ লক্ষ ইউনিক ভিউয়ার দেখেছেন বিশ্বকাপ। একটানা দেখে যাওয়ার হিসেবে, যুক্তরাজ্যে যে কোনো ফরম্যাটের ইতিহাসেই ভারত-ইংল্যান্ড ম্যাচটি সবচেয়ে বেশি মানুষ দেখেছেন। কেবল স্কাই স্পোর্টসে ইউনিক দর্শক ছিলেন ৩.৪৫ মিলিয়ন বা ৩৪ লাখ ৫০ হাজার। এর মধ্যে ভারতের রান তাড়ার সময়ই দেখেছেন ১.৮ মিলিয়ন বা ১৮ লাখ মানুষ। ভারত-পাকিস্তান ম্যাচটি ভারতে স্টার স্পোর্টস ও ডিডি স্পোর্টস মিলিয়ে ১৮ মিলিয়ন বা ১ কোটি ৮০ লাখ মানুষ প্রতি মুহূর্তে নজর রেখেছেন। আইসিসির প্রধান নির্বাহী মানু শাহনি বলেন, ‘আমরা ভীষণ খুশি এসব পরিসংখ্যান দেখে। এটা দারুণ ব্যাপার যে, মানুষজন এখন ডিজিটাল প্ল্যাটফরমে নিজেদের মানিয়ে নিয়েছেন এবং ক্রিকেট দেখছেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status