দেশ বিদেশ

ভয়ঙ্কর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিন- এমাজউদ্দীন

স্টাফ রিপোর্টার

১৪ জুলাই ২০১৯, রবিবার, ৮:৫০ পূর্বাহ্ন

ভয়ঙ্কর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিন বলে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন আয়োজিত এক প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুই কোটি টাকাকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। অথচ ওই দুই কোটি টাকার একটি টাকাও অপচয় হয়নি। বরং এই টাকা বেড়ে সাত কোটি হয়েছে। অথচ হাজার হাজার কোটি টাকা যারা মেরেছে, তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী চলছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমাজউদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রী আপনি অনেক চালাক। আপনার যতটুকু বুদ্ধিমত্তা আছে তা দিয়ে সঠিক সময়ে সঠিক কাজটা করুন। যারা ক্ষমতাকে অন্যায়ভাবে আঁকড়ে ধরে তাদের পরিণতি ইতিহাসের বিভিন্ন জায়গায় যেমন হয়েছে আপনার পরিণতিও তেমন হবে। আপনার ন্যায় নীতি যতটুকু আছে, তা দিয়ে সাধারণ মানুষের চাওয়ার দিকে অগ্রসর হোন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের মানুষ যতটুকু অর্জন করেছে- দেশ তার থেকে একটুও এগোয়নি বরং পিছিয়েছে। তিনি আরও বলেন, এবারের নির্বাচনকে ৩০শে ডিসেম্বরের নির্বাচন না বলে ২৯শে ডিসেম্বর বলাই ভালো। এবার নির্বাচনের নামে মস্ত বড় প্রহসন ঘটেছিল। জাতি তা দেখেছে। সেদিন এক দুঃস্বপ্ন দেখেছে জাতি।
সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, দেশে ন্যায়বিচার ভূলুণ্ঠিত। মিথ্যা মামলা দিয়ে জুলুম, নির্যাতন করা হচ্ছে। আইনের শাসন ও মানবাধিকার লংঘন করা হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আইনজীবীদের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে, তা প্রত্যাহার করে তাকে মুক্তি দিন। অন্যথায়, দেশে একটা বড় গণবিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণে সরকারের পতন হবে। এসময় তিনি বলেন, আজকের অনশন সারা বাংলার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমি দাবি জানাই, তার সকল মামলা স্থগিত করা হোক এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।
মানববন্ধনে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন -এর সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্প ধারা বাংলাদেশ-এর মহাসচিব শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহমেদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status