বাংলারজমিন

বরযাত্রীর কাঁধে করে বউ আনতে গেলেন বর

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৪ জুলাই ২০১৯, রবিবার, ৮:১৯ পূর্বাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আকস্মিক বন্যা। কয়েক দিনের ভারী বর্ষণ। আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদী-নালা, খাল-বিল পানিতে টুইটম্বুর। উপজেলার অনেক মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি। অনেকেই ঘর থেকে রাস্তায় বেরোতে পারছেন না। বৈরী আবহাওয়ার কারণে থেমে নেই সামাজিক নানা অনুষ্ঠান। পূর্বনির্ধারিত এসব অনুষ্ঠান সফল করতে হচ্ছে বন্যার পানি মাড়িয়ে। এমনই একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে সিলেটের জৈন্তাপুরে। একজনের কাঁধে চড়ে বর যাচ্ছেন কনের বাড়িতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি ছবি ভাইরাল হয় দুপুরের পর থেকেই। এখন ছবি নিয়ে চলছে নানা আলোচনা। উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে রুবেল আহমদের সঙ্গে বিয়ের দিন ধার্য হয় শুক্রবার। তারিখ অনুযায়ী বরও কনেকে আনতে যান যথাসময়ে। কিন্তু বৈরী আবহাওয়া কিছুটা বিষণ্ন করলেও শেষ পর্যন্ত দমাতে পারেনি বিয়ের অনুষ্ঠান। বেশ কয়েকজন বরযাত্রী নিয়ে কনের বাড়ি  জৈন্তাপুর উপজেলার নিজপাট মেঘলি গ্রামের রজব আলীর মেয়ে শামিমা বেগমকে আনতে রওয়ানা দেন রুবেল মিয়া ও তার সঙ্গে থাকা বরযাত্রীরা। এ সময় বর পক্ষের সঙ্গী ছিলেন নিজপাট ইউপির ৩নং ওয়ার্ডের জননন্দিত ইউপি সদস্য হুমায়ুন কবির খান। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বর ভিজে যাবেন, তাই বর রুবেলকে নিজ কাঁধে তুলে নেন হুমায়ুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status