দেশ বিদেশ

অর্থ মন্ত্রণালয়কে ‘ব্যাংক ও বিনিয়োগ’ এবং ‘রাজস্ব্ব’ মন্ত্রণালয় করার দাবি

স্টাফ রিপোর্টার

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

জাতীয় আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী শাহ মোঃ খসরুজ্জামান এক বিবৃতিতে ব্যাংকিং খাতে সুশৃংখলা ও স্বচ্ছতায় ফিরিয়ে আনতে এবং দুর্নীতি প্রতিরোধে, অর্থ মন্ত্রণালয়কে ‘ব্যাংক ও বিনিয়োগ’ এবং ‘রাজস্ব মন্ত্রণালয় নামে বিভক্ত করার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার দেয়া এক বিবৃতিতে তিনি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন দেশের ব্যাংকিং খাতে সুশৃংখলা ও স্বচ্ছতায় ফিরিয়ে এনে বাংক ঋণ গ্রহিতা এবং ঋণ খেলাপীদের উপর অধিকতর তদারকী ও ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা সুনিশ্চিত করতে ব্যাংকিং ডিভিশনকে একটি আলাদা মন্ত্রণালয় তথা ‘ব্যাংক ও বিনিয়োগ মন্ত্রণালয় রূপে গঠন করার দাবি জানান। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম ও ট্যাক্স বিভাগ হতে বিপুল পরিমান রাজস্ব আহরণে দুর্নীতি রোধকল্পে কাস্টম ও ট্যাক্স বিভাগকে ‘রাজস্ব’ মন্ত্রণালয় নামে একটি আলাদা মন্ত্রণালয় রূপে নামকরণ করে কাজের সুযোগ প্রদান করলে উভয় মন্ত্রণালয়ে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status