দেশ বিদেশ

রাজশাহীতে ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

২৮ ঘণ্টার ভোগান্তির শেষে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সর্বশেষ বগিটি তুলে নেয়ার মধ্য দিয়ে উদ্ধার কাজ সম্পন্ন হয়। এর প্রায় পৌনে একঘণ্টা মেরামতের কাজ করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। রাত সাড়ে ১২টায় রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে পদ্মা এক্সপ্রেস ছেড়ে গেছে। এর আগে ঢাকা থেকে সিল্কসিটি ট্রেনটি রাত ১১টায় রাজশাহী স্টেশনে এসে পৌঁছায়। পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, বৃষ্টি ও রাতের কারণে দুর্ঘটনাকবলিত এলাকায় পুরোপুরি লাইন মেরামত করা সম্ভব হয়নি। পরে শুক্রবার সকালে আবার মেরামত কাজ শুরু হয়। এর আগ পর্যন্ত এই এলাকায় সর্বোচ্চ ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া আছে। তিনি আরো বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন স্টেশনে আটকে পড়া রাজশাহীগামী ট্রেন ছেড়ে দেয়া হয়। রাতেই ঢাকার উদ্দেশ্যে পদ্মা এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস রাত ২টায় ছেড়ে যায়। ওই দুইটি ট্রেনের মধ্যে পদ্মা এক্সপ্রেসের রাজশাহী থেকে ছাড়ার নির্ধারিত সময় ছিল বিকাল ৪টা এবং ধূমকেতু রাত ১১টা ২০ মিনিটে। ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, লাইন সংস্কার কাজে নিয়জিত প্রকৌশলীর গাফিলতির কারণে রাজশাহীতে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে খন্দকার শহীদুল ইসলাম জানান, লাইন সংস্কার চলছিল। পুরাতন স্পিপার পরিবর্তন ও পাথর দিচ্ছিল। কিন্তু যারা সংস্কার কাজ করছেন তারা স্পিপারের সঙ্গে লাইন আটকানো কয়েকটি পিন (ডগস্পাইক) খুলে রেখেছিল। পাথর ফেলার কারণে সেটি ঢেকে যায়। এই কারণে সেটি কারো চোখে না পড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, তেলবাহী ৩১টি বগি নিয়ে ট্রেনটি যাচ্ছিল। প্রতিটি বগিতে রয়েছে ৫০ হাজার লিটার তেল। প্রতি বগির ওজন ৫০ টন। পিন খোলা থাকায় অতিরিক্ত চাপে লাইন সরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় সংস্কার কাজে নিয়োজিত সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় ট্রান্সপোর্ট কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে। ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৬টার দিকে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বিছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর রাজশাহী থেকে বিভিন্ন রুটে ১০টি আন্ত:নগরসহ সব  লোকাল ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণা দেয়া হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ৭ হাজার যাত্রীকে টিকিটের ২৬ লাখ টাকারও বেশি ফেরত দিয়েছে রেল কর্তৃপক্ষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status