বাংলারজমিন

সিসিটিভির আওতায় শাহজালাল উপশহর

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, অপরাধ কর্মকাণ্ড কমাতে ২২নং ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। গতকাল সিলেট সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন ও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উন্নয়নের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২২নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম বলেন, অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা লাগানোর ফলে অভিজাত এলাকা উপশহরে এখন থেকে অপরাধীদের আনাগোনা কমে যাবে। অপরাধ কর্মকাণ্ড হ্রাস পাবে। ইতিমধ্যে এর সুফল আমরা পেয়েছি। গত ২৫শে জুন সাউথইস্ট ব্যাংকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে উপশহরের সিসিটিভি ক্যামেরাগুলো মূল ভূমিকা রেখেছে। তাই সিসিটিভি ক্যামেরা রক্ষণাবেক্ষণসহ উপশহরের সার্বিক নিরাপত্তায় এলাকাবাসীকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামূল হক চৌধুরী, ডি-ব্লক জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল রকিব, জি-ব্লক জামে মসজিদের সভাপতি জমিরুল ইসলাম চৌধুরী, বি-ব্লক জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী এনাম উদ্দিন, এ-ব্লক জামে মসজিদের সভাপতি মো. ঝুনু চৌধুরী, সহসভাপতি সহিবুর রহমান, জে-ব্লক মহিলা মাদ্রাসার নির্বাহী পরিচালক ফারুক আহমদ, জি-ব্লক জামে মসজিদের যুগ্ম সম্পাদক হাজী ফখরুল ইসলাম, মহিলা নেত্রী শামীম আরা বেবী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status