বাংলারজমিন

টুকরো খবর

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

তাহিরপুরে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর উপজেলার হাওর পাড়ের বন্যা দুর্গত ৬ শতাধিক পরিবারের মাঝে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ত্রাণ বিতরণ করেছেন। গতকাল বিকালে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ও তাহিরপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় তাহিরপুর উপজেলার হাওর পাড়ের উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর, গোলাবাড়ী, আলমপুর, মুজরাই, ছিড়ারগাঁও, ছিলানিতাহিরপুর, ইসলামপুর, মন্দিয়াতা, মুইয়াজুরী, কামালপুর ১০টি গ্রামে মোট ৬ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

বড়লেখায় হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রহমানের অর্থায়নে তার মরহুমা স্ত্রীর নামে ৪১ লাখ টাকা ব্যয়ে উত্তর সুজানগরে গত ১১ই জুলাই মায়া বেগম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ভবনের উদ্বোধন করা হয়েছে। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। সমাজসেবক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিজগঞ্জ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা বদর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নসিব আলী প্রমুখ। পরে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার বিকালে পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুগুডিমা গ্রামের বাবলুর ছেলে ও পলাস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র হৃদয় (১৪) ও অপরজন মহারাজপুর ইউনিয়নের টিকরা গ্রামের সামসু দফাদারের ছেলে ভদু মোড়ল (৬৫)।
বরিশালে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে: বিয়ের প্রস্ততির সময় বরিশাল নগরীর সদর রোডের অনামী লেনে চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল সকাল পৌনে ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত অশোক দাস জানান, ভাড়াটিয়া সজল শীলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সেখানে কীভাবে আগুন লেগেছে তা জানতে পারেননি। কিছু বুঝে ওঠার আগেই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তাদের প্রায় সবকিছু পুড়ে গেছে।
ভেড়ামারায় নারীর মাথাবিহীন লাশ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় এক মহিলার মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিখোঁজের ৫ দিন পর গতকাল সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার হার্ডিঞ্জ ব্রিজের এবং পদ্মা নদীর পূর্বপাশের এক মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। নিহতের নাম নাসিমা খাতুন (৩৫)। সে দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী।
নাচোলে স্ত্রী হত্যাকারী আটক
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট উপজেলার আলোচিত স্ত্রী হত্যাকারী কোবাদ (৫২) আটক হয়েছে। আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না তার। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নাচোল থানা পুলিশের জালে ধরা পড়ে কোবাদ। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মিন্টু রহমান জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কোবাদকে ধরতে নাচোল ও ভোলাহাট থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
পটুয়াখালীতে গণপিটুনিতে ১ জনের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অজানা এক ব্যক্তি খালেক মৃধার বসতঘরে চারপাশে ঘোরাফেরা করতে দেখে ডাকচিৎকার করলে এলাকাবাসী লোকটিকে ধরে গণমারধর করে। এতে লোকটি প্রায় অজ্ঞান হয়।
কোটালীপাড়ায় মানববন্ধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ‘দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে’ এই স্লোগান নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশব্যাপী ঘটে যাওয়া ইভটিজিং, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জ্ঞানের আলো পাঠাগার। গতদকাল শুক্রবার উপজেলার তারাশী গ্রামে প্রতিষ্ঠিত জ্ঞানের আলো পাঠাগারের সামনের সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষক সুজিত পোদ্দার, লিটন সাহা, ইউপি সদস্য শাহানুর শেখ, ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, পাঠাগারের উদ্যোক্তা সন্দীপ সাহা, আজিুজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ হাওলাদার, সহসভাপতি রাকিবুল ইসলাম, হাফিজুর শেখ, যুগ্ম সাধারণ, সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক রুবেল শেখ বক্তব্য রাখেন।
নন্দীগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পুকুরে ডুবে রিহাদ হাসান হৃদয় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পৌরসভার মরাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। রিহাদ ওই গ্রামের বাবু মিয়ার পুত্র। স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় রিহাদ। পরে নিখোঁজের বেশ কিছু সময় পর বাড়ির পাশের পুকুরের পানিতে রিহাদ ভেসে উঠে। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে নিয়ে আসে।

চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল কাদের (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আবদুল কাদের উপজেলার গাবেরতল এলাকার মৃত হোসেন আলীর পুত্র বলে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবেরতল এলাকার বিপ্লব মিয়ার বাড়িতে রান্নাঘরের কাজ করতে যান আবদুল কাদের। রান্নাঘরের টিনের বেড়াতে বিদ্যুৎ সংযোগ হলে নিজের অজান্তে টিনের বেড়াতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
সুধারামে কাভার্ডভ্যান থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে: নোয়াখালীর সদরের অশ্বদিয়া ইউনিয়নে মেঘনা পরিবহনের একটি কাভার্ডভ্যান থেকে পুলিশ অজ্ঞাত (২৯), বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে কবিরহাট-সোনাপুর সড়কের দিনমনি বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ওই নিহতের কোন নাম পরিচয় পাওয়া যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status