খেলা

‘ইটস কামিং হোম’

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

কিপ কাম, ইটস কামিং হোম- বৃহস্পতিবার এজবাস্টনের গ্যালারিতে এমন ব্যানার শোভা পাচ্ছিল ইংলিশ সমর্থকদের হাতে।
ঠিক এক বছর আগে এই দিনেই ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। বিদায় নেয়ার আগে সেবার ইংলিশ সমর্থকরা স্লোগান তুলেছিলেন ‘ইটস কামিং হোম’। কিন্তু ক্রিকেট, ফুটবল দুই খেলারই জনক ইংল্যান্ডে সেবার আসেনি বিশ্বকাপ। ফুটবলে না পারলেও এবার ক্রিকেটে বিশ্বকাপ জেতার আরও কাছে চলে গেছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে যাওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক এইউন মরগানের কাছে প্রশ্ন ছিল, ঠিক এই দিনেই তো ফুটবলে ইংল্যান্ডকে পেতে হয়েছিল হাহাকার। ক্রিকেটে কি তবে পুষিয়ে দেয়ার পালা?
উচ্ছ্বসিত মরগান জানান বিশ্বকাপকে বাড়ি ফেরানো পথেই আছেন তারা। মরগান বলেন ‘অবশ্যই আমরা এটা নিয়ে (বিশ্বকাপ জেতা) ভীষণ রোমাঞ্চিত। রোববারের ফাইনালে আমাদের দারুণ সুযোগ থাকবে এটা করার। বিশ্বকাপ জেতার জন্য সম্ভাব্য সেরাটাই করতে প্রস্তুত আমরা।’ বৃহস্পতিবার বার্মিংহামে চিরপ্রতিদ্বন্দ্বী ইঙ্গ-অজি সেমিফাইনালে গ্যালারিও ছিল উত্তাল। যদিও মাঠের খেলা হয়েছে একপেশে। আগে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়াকে মাত্র ২২৩ রানে আটকে ১০৭ বল আগেই ৮ উইকেটের জয় পায় ইংল্যান্ড। আর জয় শেষে মরগান বলেন, ‘দারুণ অনুভূতি হচ্ছে, দারুণ। গত তিন ম্যাচ থেকে আমাদের পারফরম্যান্স দুরন্ত। দল হিসেবে প্রতি ম্যাচেই আমরা ভালো করছি। টুর্নামেন্টের আগে থেকেই আমরা ঠিক করেছিলাম ধাপে ধাপে এগিয়ে চূড়ান্ত অবস্থায় পৌঁছাবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status