বাংলারজমিন

‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায়’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:৩১ পূর্বাহ্ন

 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ববিদ্যালয় ও সরকারি হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে দিয়েছেন। বিএনপি আমলে স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক লুটপাট করা হয়েছিল। বাংলাদেশে কিছু ট্রাস্টি রাজনীতিতে জড়িয়ে বিতর্কিত হয়েছে। যারা বাংলাদেশকে অস্বীকার করে এবং স্বাধীনতার বিপক্ষে অবস্থান করে এ ধরনের লোক দ্বারা পরিচালিত কোনো হাসপাতাল কেরানীগঞ্জে করতে দেয়া হবে না। কেরানীগঞ্জে ঝিলমি প্রকল্পের ভেতর ৫শ’ শয্যা বিশিষ্ট একটি  আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমদলী এলাকায় মা প্লাজায় ইবনে সিনা ডায়াগনেস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার কেরানীগঞ্জ শাখার শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন ও ইবনে সিনা কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. একেএম সদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু ও ইবনে সিনা কেরানীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান হাজী মনির হোসেন প্রমুখ। ইবনে সিনার অন্যান্য শাখার মতোই এ শাখা থেকেও রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন সুবিধা এবং তুলনামূলকভাবে কম খরচে সবধরনের ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন বলে কর্তৃপক্ষ জানান।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status