বাংলারজমিন

পরিবার-পরিকল্পনা সেবায় সেরা কিশোরগঞ্জ সদর উপজেলা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:৩০ পূর্বাহ্ন

 কিশোরগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে সবচেয়ে ভালো করেছে সদর উপজেলা। এর স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাদির মিয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি) এর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। দুপুরে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা কিশোরগঞ্জ সদর উপজেলাসহ পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে নয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। অন্য ক্যাটাগরিগুলোর মধ্যে জেলায় শ্রেষ্ঠ বেসরকারি প্রতিষ্ঠান হয়েছে সদর উপজেলার সূর্যের হাসি ক্লিনিক ও আরবান হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট, শ্রেষ্ঠ ইউনিয়ন হয়েছে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ পরিদর্শক হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের অনুক শর্মা, শ্রেষ্ঠ পরিদর্শিকা হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের রোকেয়া আক্তার খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হয়েছেন ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের রাবিয়া খাতুন এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হয়েছেন কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শোয়েব সুলতান আহমেদ। ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রওশন আক্তার জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক কামরুজ্জামান খান, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান এবং ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ডা. যশোদা দুলাল সাহা। এর আগে সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status