বাংলারজমিন

শ্রীমঙ্গলে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:২৮ পূর্বাহ্ন

 প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে সমতলের ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও নৃগোষ্ঠী ৮৫০ জনের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সহকারী কমিশনার ভুমি শাহিদুল আলম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status