বাংলারজমিন

বান্দরবানে তিনটি সেতু বদলে দেবে ৫০ হাজার মানুষের ভাগ্য

বান্দরবান প্রতিনিধি

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৮:০৮ পূর্বাহ্ন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে আসার পর ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। চলমান নানা উন্নয়নের পাশাপাশি চলতি অর্থবছরে দুই উপজেলায় তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
সেতু তিনটি হচ্ছে রোয়াংছড়ি উপজেলার বেতছড়া বাজার সংলগ্ন সেতু, থানছি উপজেলার বলিবাজার সংলগ্ন সাঙ্গু সেতু এবং একই উপজেলায় সোনাই খালের ওপর জ্ঞানলার পাড়া সাঙ্গু সেতু। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে জুলাই ২০১৯ থেকে ২০২২ অর্থ বছরের মধ্যে জেলার এই তিনটি সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে।
বৃহদাকার এই সেতু নির্মিত হলে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা রুমা উপজেলার বগালেকে সহজে যাতায়াত করতে পারবেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, পার্বত্যমন্ত্রী ও টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈ সিংয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সেতুগুলো নির্মিত হচ্ছে।
এছাড়াও সেতু নির্মিত হলে দুই উপজেলার অন্তত ৫০ হাজার মানুষের সড়ক যোগাযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। এতে করে দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য সেবা উন্নয়নের পাশাপাশি বদলে যাবে এলাকার অর্থনীতি।
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি পাহাড়ে উৎপাদিত জুম ও কৃষিপণ্য বাজারজাত করতে পারবে। বাড়বে পর্যটকের আনাগোনা।
এই ব্যাপারে থানছি উপজেলা পরিষদের চেযারম্যান থোয়াই হ্লা মং মারমা ও আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্ব নাথ তংচঙ্গ্যা বলেন, দুই উপজেলায় তিনটি সেতু নির্মাণের ফলে পার্শ্ববতী উপজেলা রুমা বগালেকে অনায়াসে যাওয়া যাবে। ফলে এলাকায় দেশি বিদেশি পর্যটকের আগমন বাড়বে।
পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বান্দরবানের এর প্রকল্প পরিচালক আবদুল আজিজ বলেন, বান্দরবানের দু’উপজেলার তিনটি সেতুর কাজ দ্রুত শুরু করা হবে। এবং এই দুটি সেতু নির্মাণ হলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এলাকার অর্থনীতি চাঙ্গা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status