খেলা

জয়টা স্মরণীয় হয়ে থাকবে: মরগান

স্পোর্টস ডেস্ক

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ১০:১৭ পূর্বাহ্ন

দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা। আর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা স্মরণীয় হয়ে থাকবে মরগানের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দুর্দান্ত অভিজ্ঞতা। যে সমর্থকরা আজ মাঠে আমাদের সমর্থন করতে এসেছিলেন, তাদের ধন্যবাদ। এজবাস্টন সবসময় আমাদের পক্ষে এসেছে। এই মাঠে ভারতকে হারিয়েছিলাম। তাই আত্মবিশ্বাসটা দুর্দান্ত ছিল। সেই মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জেতাটা স্মরণীয় হয়ে থাকবে।’

বিশ্বকাপের মঞ্চে শেষবার ১৯৯২ সালে ফাইনাল খেলেছিল ইংলিশরা। সেবার পাকিস্তানের বিপক্ষে হেরে অধরা থেকে যায় স্বপ্নের বিশ্বকাপ। এবার ফের বিশ্বকাপ জয়ে হাতছাঁনি এউইন মরগানের ইংল্যান্ডের। ৯২’র বিশ্বকাপ নিয়ে মরগান বলেন, ‘১৯৯২ সালে যখন আমরা ফাইনাল খেলেছিলাম তখন আমার বয়স ছিলো ছয়। তাই সে দিনের কথা মনে নেই। তবে সেই ফাইনালের হাইলাইটস আমি অনেকবার দেখেছি। ফের আমাদের সামনে বিশ্বকাপ জয়ের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’

বৃহস্পতিবার টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে ইংল্যান্ড। দুর্দান্ত সুইং ও বাউন্সে কুপোকাত অজি ব্যাটিং লাইনআপ। ক্রিস ওকস ৮ ওভারে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। আর ৩২ রান দিয়ে জোফরা আর্চারের শিকার ২ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ২২৩ রানে গুটিয়ে দেয় অজিদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে জেসন রয়ের (৮৫) দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৭ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ম্যাচ নিয়ে মরগান বলেন, ‘ওকস ঠান্ডা মাথার বোলার। আজ দুর্দান্ত বল করেছে। ওকস ও জোফরা বোলিং দুজনই দুর্দান্ত বোলিং করেছে। আর ওপেনিংয়ে জেসন রয় ও জনি বেয়ারস্টো দারুণ ছন্দে রয়েছে। ২০১৫ সালে যে অবস্থায় দল ছিল তার চেয়ে অনেক উন্নতি করেছি আমরা। এই সাফল্য পুরো দলের।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status