খেলা

ভারতকে ওয়াকার ইউনুসের খোঁচা

‘খেলাকে অপব্যবহার করতে নেই’

স্পোর্টস ডেস্ক

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

ফেভারিট হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নেমে হেরেছে ভারত। নিশ্চিতভাবেই দলের খেলোয়াড়দের মন ভালো নেই। আর কোহলিদের এমন দুঃখের দিনে উৎসবে মাতে পাকিস্তানি ক্রিকেটভক্তরা। পিছিয়ে ছিলেন না দেশটির সাবেক পেসার ওয়াকার ইউনুসও। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘ক্রিকেট খুব নিষ্ঠুর ও সাম্যবাদী খেলা। এটাকে কখনো অপব্যবহার করতে নেই ।’
এই মন্তব্যে মূলত ভারত-ইংল্যান্ড ম্যাচের প্রসঙ্গ টানলেন ওয়াকার। এজবাস্টনে অনুষ্ঠিত ওই ম্যাচে ইংল্যান্ড হারলে পাকিস্তান সেমিফাইনাল খেলতো। কিন্তু ভালো অবস্থানে থেকেও হেরে যায় ভারত। তখন টুইটার বার্তায় ওয়াকার ইউনুস বলেন, অপেশাদারি আচরণ দেখালো ভারতীয় খেলোয়াড়রা। শুধু ওয়াকার নয়, পাকিস্তানের সাবেক ক্রিকেটারের অনেকেই বলেন, পাকিস্তান যাতে সেমিতে না যেতে পারে সেজন্য ভারত ইচ্ছা করেই ম্যাচটা হেরেছে। নিউজিল্যান্ডের সঙ্গে সমান ১১ পয়েন্ট থাকার পরও নেট রানরেটে পিছিয়ে থাকায় ছিটকে যায় পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলিদের হারের পর ওয়াকারের মন্তব্যটি ভালোভাবে নেয়নি ভারতীয় সমর্থকরা। তারা লিখেন, ‘কখনো ম্যাচের আগে ফিক্সিং করো না।’ ৯০’র দশকে ওয়াকারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর যে অভিযোগ উঠেছিল সেদিকেই ইঙ্গিত করেন তারা।
ভারতের হারে যা বলেন শোয়েব আখতার
শোয়েব আখতার টুর্নামেন্ট জুড়েই কোহলিদের প্রশংসা করে বিভিন্ন পোস্ট লিখেছেন টুইটারে। তাদের পারফরম্যান্সের গঠনমূলক সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক এই  গতিতারকা। এবারো ভিন্ন কোনো মন্তব্য করেননি শোয়েব। নিউজিল্যান্ডের কাছে ভারত ১৮ রানে হেরে যাওয়ার পর টুইটারে শোয়েব লেখেন, ‘ফাইনালে খেলার মতো ব্যাটিং করতে পারেনি ভারত।’ তবে ধোনি-জাদেজার প্রচেষ্টার তারিফ করেছেন শোয়েব। ৯২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ভারত। সেখান থেকে ১১৬ রানের জুটিতে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ধোনি-জাদেজা। কিন্তু দলীয় ২০৮ রানে জাদেজা আউট হয়ে যাওয়ায় স্বপ্ন পূরণ হয়নি কোহলির দলের।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status