খেলা

মুমিনুলের পর শান্তর সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

কর্ণাটকে প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন মুমিনুল হক, দ্বিতীয় দিনে হাতছানি দিচ্ছিল ডাবল সেঞ্চুরি। মুমিনুল ডাবল না পেলেও নাজমুল হোসেন শান্ত পেয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় দিন শেষে কর্ণাটকে কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে শক্ত অবস্থানে চলে গেছে বিসিবি একাদশ, ৭ উইকেটে ৫০০ রান করে ইনিংস ঘোষণা করেছে। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন। ৩০৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বিসিবি একাদশ। মুমিনুল অপরাজিত ছিলেন ১৫৭ রানে। গতকাল অবশ্য খুব বেশি বড় করতে পারলেন না ইনিংসটা, আগের দিনের সঙ্গে ১২ রান যোগ করেই আউট হয়ে গেলেন দর্শন নালকান্দের বলে। শান্তর সঙ্গে ১১৬ রানের জুটিটাও ভেঙে গেল। ইয়াসির আলী চৌধুরী এলেন পাঁচে, দ্রুত দুইটি চারও মারলেন। কিন্তু তার পরের বলেই হয়ে গেলেন এলবি। উইকেটকিপার নুরুল হাসানও ২ রান করে আউট, ৩৫৪ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ। শান্ত আর আরিফুল হক মিলে সেখান থেকে টেনে তোলেন দলকে। ষষ্ঠ উইকেটে দু’জন গড়ে তোলেন শতরানের জুটি। এর মধ্যে সেঞ্চুরি পাওয়া হয়ে গেছে শান্তর। শেষ পর্যন্ত ২১৯ বলে ১১৮ রান করে থেমেছেন, ১৩টি চারের সঙ্গে মেরেছেন দুইটি ছয়ও। আরিফুলও পেয়ে যান ফিফটি, টেল এন্ডারদের নিয়ে আরো কিছুক্ষণ চালিয়ে গেছেন লড়াই। ৫০০ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক মুমিনুল। আরিফুল অপরাজিত ছিলেন ১৪২ বলে ৭৭ রান করে, পাঁচটি চারের সঙ্গে মেরেছেন পাঁচটি ছয়ও। এরপর ব্যাট করতে নেমে অবশ্য বিসিবি একাদশকে অনেকক্ষণ ভুগিয়ে গেছেন বিদর্ভের দুই ওপেনার। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন ওপেনিং স্পেলে কোনো উইকেট পাননি, এরপর নাঈম হাসান ও আরিফুল হকও পারেন নি ব্রেকথ্রু এনে দিতে। শেষ পর্যন্ত তাইজুল ইসলামই এসে ভেঙেছেন জুটি, তার বলেই স্টাম্পড হয়ে গেছেন বিদর্ভের ওপেনার সঞ্জয়। ১১৪ রান ভেঙ্গেছে ওই জুটি, এরপর শেষ হয়ে গেছে দিনের খেলা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status