ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ভারতীয়দের সমর্থন চান উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৮:৫০ পূর্বাহ্ন

সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ২৩৯ রানে থামানোর পরই হয়তো লর্ডসের গ্যালারিতে বসে খেলা উপভোগের স্বপ্ন দেখতে শুরু করে ভারতের দর্শক-সমর্থকরা। কিন্তু কিউইদের দুর্দান্ত পেস তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে। ১৮ রানে হেরে বিদায় নিয়েছে ফেভারিট ভারত। আর জয় শেষে ফাইনালে ভারতীয় সমর্থকদের সমর্থন চাইলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বিরাট কোহলিদের হারিয়ে ভারতীয় সমর্থকদের রাগিয়ে দিলেন কিনা- ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে উইলিয়ামসন বলেন, ‘আমরা আশা করছি তারা বেশি রেগে যায়নি। সত্যি কথা বলতে ক্রিকেট খেলার জন্য ভারতীয়দের আবেগ অতুলনীয়। ক্রিকেট খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমর্থক ভারতের। এই দেড়শো কোটি সমর্থককে এখন আমরাও নিজেদের ভাবতে পারি! আশা করছি ফাইনালে তারা আমাদের সমর্থন করবে।’ কথা শেষ করেই পাল্টা প্রশ্ন করলেন, ‘আপনারা কী বলেন?’
জবাবের অপেক্ষা না করেই উইলিয়ামসন বলেন, ‘ভারত বিশ্বসেরা দল। ওদের দলে দারুণ সব ক্রিকেটার আছে। নির্দিষ্ট দিনে যে কেউই জিততে পারে। দল হিসেবে তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। আশা করি তাদের সমর্থকরা পাশেই থাকবেন, বাস্তবতা বুঝবেন। সত্যি কথা বলতে ক্রিকেট মাঝে মাঝে কঠিন বাস্তবতা উপহার দেয়।’
ভারতের সংবাদ সম্মেলনে অনেক অংশ জুড়ে ছিল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা। শুধু বিরাট কোহলিই নয়, প্রতিপক্ষ অধিনায়ক উইলিয়ামসনকেও এনিয়ে শুনতে হয় প্রশ্ন। ভারতীয় এক সাংবাদিক উইলিয়ামসনকে প্রশ্ন করলেন, ‘আপনি কি মনে করেন নিউজিল্যান্ডের বিপক্ষে ধোনি খেলার যোগ্যতা রাখে?’ উইলিয়ামসন বলেন ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ধোনি খেলার যোগ্যতা রাখে না (হাসি)! ধোনি বিশ্বমানের খেলোয়াড়। তাকে নিয়ে এমন প্রশ্ন করা উচিত নয়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status