বাংলারজমিন

কুমিল্লায় ২৩ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৮:৩১ পূর্বাহ্ন

কুমিল্লায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা স্তরের প্রায় ২৩ হাজার মেধাবী শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার অধীন জেলার ১৭টি উপজেলার ২ হাজার ২৯৩টি কেন্দ্রের চার থেকে ১০ বছর বয়সের এসব শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সরকার সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব, কর্মকর্তা মোহা. সফি উল্লাহ, মো. আবদুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ওই শিক্ষাবর্ষে এ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক, কুরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে মোট ৮২ হাজার ১৮৫ জন শিক্ষা গ্রহণ করে। এরমধ্যে প্রতিটি কেন্দ্র থেকে ১০ জন করে মোট ২২ হাজার ৯৩০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া প্রতি উপজেলা থেকে ৩ জন করে মোট ৫১ জন শ্রেষ্ঠ শিক্ষক এবং জেলার ৩ জন দক্ষ কেয়ারটেকারকে ৫শ’ টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status