বিনোদন

হত্যা রহস্য নিয়ে ‘সাত নম্বর সনাতন সান্যাল’

স্টাফ রিপোর্টার

১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৪:৫১ পূর্বাহ্ন

সাম্প্রতিক ওয়েব জি অরিজিনাল ‘শরতে আজ’, ‘কালী’ এবং ‘দ্যা লাভলী মিসেস মুখার্জী’র সাফল্যের পর জি ফাইভ এ মাসে ‘সাত নম্বর সনাতন সান্যাল’ প্রিমিয়ার করেছে। সিনেমাটি লিখেছেন এবং পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। জনপ্রিয় অভিনয়শিল্পী কৌশিক গাঙ্গুলীর প্রথম ডিজিটাল আবির্ভাবের পাশাপাশি এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাওলী চ্যাটার্জী, শিলাজিৎ মজুমদার, সোহেব ভট্টাচার্য, দেবদূত ঘোষ, বিভাস চক্রবর্তী, অধিকারী কৌশিক এবং  সোহম মিত্র। ‘সাত নম্বর সনাতন সান্যাল’ সিনেমাটি ৪৫ বছর বয়সী বিক্রয় প্রতিনিধি সনাতন সান্যালকে ঘিরে নির্মিত কৌতুহল উদ্দীপ্ত হত্যা রহস্য। সনাতনের আত্মবিশ্বাসের অভাব তাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে হতাশ করে তুলেছিল। এর মধ্যেই তার জীবন ভিন্ন এক দিকে মোড় নেয় যখন চাকরিতে তাকে নিজের নামের ব্যক্তিদেও খোঁজার দায়িত্ব দেওয়া হয়। অভিনয়শিল্পী  কৌশিক গাঙ্গুলী জানান, নীরবতার শক্তিই সনাতনের নিজের ভেতরের বোঝাপড়ার আলাপচারিতাকে  বের করে নিয়ে আসে৤ অন্নপূর্ণা সনাতনের নীরবতার মাধ্যমেই তার কথা প্রকাশ করতে চেয়েছিলেন। পরিচালক অন্নপূর্ণা বসু বলেন, আমি নিশ্চিত ‘সাত নম্বর সনাতন সান্যাল’ সিনেমার দৃশ্যের পর দৃশ্য দর্শকদের নিবিষ্ট করে রাখবে। এটি খুব চমকপ্রদ ও গতিশীল একটি চলচ্চিত্র। জি ফাইভ গুগল প্লেস্টোর বা আইওএস অ্যাপস্টোর থেকে ডাউনলোড করা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status