খেলা

মেসির অভিযোগ নিয়ে যা বলেন কোপার রেফারি

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৬ পূর্বাহ্ন

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রেফারিং নিয়ে বেশ চটেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র সমালোচনাও করেন বার্সেলোনা তারকা । ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে এবার মুখ খুলেছেন ইকুয়েডরের রেফারি রডি জামব্রানো। ইকুয়েডরের এক রেডিওতে সাক্ষাৎকারে জামব্রানো মেসির সমালোচনার জবাব দেন।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দুটি পেনাল্টি পেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু রেফারির বির্তকিত সিদ্ধান্তে পেনাল্টি বঞ্চিত থাকে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ম্যাচ রেফারির থাকলেও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির উপর দোষ চাপান জামব্রানো। এনিয়ে তিনি বলেন,‘ওটামেন্ডির পেনাল্টির ক্ষেত্রে যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে সে নিজেই ফাউলের শিকার হওয়ার জন্য অপেক্ষা করছিল। আর্থার মেলো ওকে কনুই মারেনি। বিষয়টা ভিএআর রেফারি দেখে আমাকে জানিয়েছিল, ৫০-৫০ সম্ভাবনা আছে পেনাল্টি দেয়ার। তাদের কাছে মনে হয়নি এটার জন্য পেনাল্টি হতে পারে। কিন্তু পরদিন আমি যখন ফাউলটা ভালোভাবে দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছে ভিএআরের সহায়তা নেয়া আসলেই উচিত ছিল। আমি যেন ভিএআরের সাহায্য নিই, সে ব্যাপারে আমাকে বলা উচিত ছিল ভিএআর সহযোগীদের।’
কিন্তু ম্যাচের পর ভিএআর রেফারি লিওনিদ গঞ্জালেস এর দায় চাপিয়েছিলেন ম্যাচ রেফারি জামব্রানোর ওপর। লিওনিদ বলেছিলেন, ‘জামব্রানোকে বলা হয়েছিল ভিএআরের সাহায্য নেয়ার জন্য, কিন্তু তিনি সাহায্য নেননি!’
ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি যেভাবে অভিযোগ করেছেন তাতে বেশ কষ্ট পেয়েছেন জামব্রানো। মেসিকে নিয়ে তিনি বলেন, ‘মেসি এই খেলার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। মেসির সঙ্গে আমার কোনো সমস্যা নেই। ওর কাছ থেকে এ ধরনের অভিযোগ প্রত্যাশা করিনি। তবে, দিন শেষে সবারই নিজস্ব মতামত থাকে।’
কোপার সেরা একাদশে নেই মেসি
কোপার সেরা একদাশে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। তবে একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। চ্যাম্পিয়ন ব্রাজিল দলের সর্বোচ্চ পাঁচ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন একাদশে। আসরের রানার্স আপ পেরুর আছেন দুই জন। আর একজন করে উরুগুয়ে, চিলি এবং কলম্বিয়ার খেলোয়াড়।
এবারের কোপা আমেরিকায় নিজেকে মেলে ধরতে পারেননি আর্জেন্টাইন ফুটবল জাদুকার লিওনেল মেসি। পুরো টুর্নামেন্টে গোল পেয়েছেন মাত্র একটি। গ্রুপপর্বে প্যারাগুয়ের বিপক্ষে তার একমাত্র গোলে ড্রতে মান বাঁচিয়েছিলো আর্জেন্টিনা। প্রত্যাশা মাফিক খেলতেও পারেননি মেসি। সেটা অবশ্য নিজেই জানিয়েছিলেন, ‘এটা আমার সেরা কোপা আমেরিকা নয়।’
কোপা আমেরিকার সেরা একাদশ
গোলরক্ষক: অ্যালিসন বেকার (ব্রাজিল)
রক্ষণভাগ: দানি আলভেস (ব্রাজিল), থিয়াগো সিলভা (ব্রাজিল), হোসে মারিয়া জিমেনেজ (উরুগুয়ে), মিগুয়েল ট্রকো (পেরু)
মধ্যভাগ: লিয়ান্দ্রো পারেদেস (আর্জেন্টিনা), আর্তুরো ভিদাল (চিলি), আর্থার মেলো (ব্রাজিল)
আক্রমণভাগ: এভারটন সোয়ারেস (ব্রাজিল), পাওলো গুয়েরেরো (পেরু) ও হামেস রদ্রিগেজ (কলম্বিয়া)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status