ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ওয়ানডেতে এমন ভোগান্তির চিত্র কেবল ভারতের

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

ব্যাট হাতে তিন খেলোয়াড়ের সংগ্রহ ১, ১, ১। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নিজেদের ইনিংসের শুরুতে এমন ভোগান্তির চিত্রটা ভারতের। ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি আগে। গতকাল ২৪০ রানের টার্গেটে ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১ রানে উইকেট খোয়ান ওপেনার রোহিত শর্মা। পরের ওভারেই ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর চতুর্থ ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন ভারতের অপর ওপেনার লোকেশ রাহুল। এতে ৩.১ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫/৩-এ।  মাত্র ১১ বলের ব্যবধানে উইকেট খোয়ান ভারতের শীর্ষ তিন ব্যাটসম্যান।
আগের দিনের ২১১/৫ সংগ্রহ নিয়ে গতকাল রিজার্ভ ডেতে নিউজিল্যান্ডের সংগ্রহ থামে ২৩৯/৮-এ। পরে বল হাতে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে উইকেটরক্ষক টম ল্যাথামের ক্যাচ বানান কিউই পেসার ম্যাট হেনরি। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। ওয়ানডে ইতিহাসে এর আগে কোনো ম্যাচেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ১ রান করে আউট হননি। ৪৮ বছরের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
এবারের ‘সেমিফাইনাল গেরো’ খুলতে পারলেন না বিরাট কোহলি। বিশ্বকাপ সেমিফাইনাল এলেই কোহলির কী যেন হয়! এ নিয়ে তিনটি বিশ্বকাপ সেমিফাইনাল খেলছেন কোহলি। কোনো ম্যাচেই ২১ বলের বেশি উইকেটে থাকতে পারেননি ভারতের এ ব্যাটিং স্তম্ভ। সেমিফাইনাল আইসিসি র‌্যাঙ্কিংয়ের তিনটি সেমিতেই বাঁ হাতি পেসারের হাতে আউট হয়েছেন বিরাট কোহলি। ২০১১ বিশ্বকাপে মোহালির সেমিতে সাজঘরে ফিরেছিলেন পাকিস্তানি তারকা ওয়াহাব রিয়াজের বলে। ২০১৫’র বিশ্বকাপে সিডনিতে কোহলিকে সাজঘরে ফেরান অজি বাঁহাতি পেসার মিচেল জনসন। এবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানের উইকেট নিলেন কিউই বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।
২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২১ বলে ৯ রান করে আউট হয়েছিলেন কোহলি। বিশ্বকাপ সেমিফাইনালে সেবারই সবচেয়ে বেশি বল খেলেন তিনি।  পরের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ১ রানে আউট হওয়ার পথে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। চার বছর আগে সে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি আউট হন ১৩ বলে ১ রান করে। আর গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলি ক্রিজে কাটান মাত্র ৬ বল। সব মিলিয়ে  তিন বিশ্বকাপ সেমিফাইনালে কোহলির মোট সংগ্রহ ১১। আর ব্যাটিং গড় ৩.৬৭!
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status