এক্সক্লুসিভ

ছয় মাসে রেলপথে ২০২ দুর্ঘটনা, নিহত ২০৯

স্টাফ রিপোর্টার

১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৮:০৫ পূর্বাহ্ন

গত ছয় মাসে রেলপথে ২০২টি দুর্ঘটনায় ২০৯ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৭ নারী ও ২১ শিশু রয়েছে। চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব প্রাণঘাতীর ঘটনা ঘটে। গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং এন্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসি আরএফ) জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিবেদন প্রকাশ করে। ২২টি বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে ৩৯টি দুর্ঘটনায় ১০ নারী ও ৪ শিশুসহ ৩৯ জনের প্রাণহানি এবং আটজন আহত হয়েছে। ফেব্রুয়ারিতে ৪৬টি দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছে যথাক্রমে ৪৩ জন ও ২২ জন। নিহতের তালিকায় ১০ নারী ও ৪ শিশু রয়েছে। মার্চে ৩৫টি দুর্ঘটনায় ৬ নারী ও ৪ শিশুসহ ৩৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। এপ্রিলে দুর্ঘটনা ঘটেছে ২৩টি। এতে ২৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ নারী ও ৩ শিশু রয়েছে। মে মাসে ৩০টি দুর্ঘটনায় ৮ নারী ও ৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে ৩ জন। জুনে দুর্ঘটনার সংখ্যা ২৯। এতে ৩৩ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ৯ ও ৩। এসসিআরএফ সভাপতি আশীষ কুমার দে বলেন, গত ছয় মাসে সড়কের তুলনায় রেলপথে দুর্ঘটনার হার খুবই কম। তাদের পর্যবেক্ষণে এসব দুর্ঘটনা ও প্রাণহানির পেছনে পাঁচটি কারণ চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো: দূরপাল্লার ট্রেনগুলোর চালকদের অসতর্কতা, কিছুসংখ্যক রেলসেতুসহ অনেক স্থানে রেলপথ দীর্ঘদিন সংস্কার না করা , রেলপথ ক্রসিংগুলোর (সড়ক ও রেলপথের সংযোগ স্থল) কর্মচারিদের দায়িত্ব পালনে গাফিলতি, মোবাইল ফোনে আলাপরত অবস্থায় রেলপথ পারাপার এবং রেলপথ সংলগ্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে পথচারীদের সচেতনতার অভাব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status