ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

অজিদের ভাবনায় জেসন রয়

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৮:০১ পূর্বাহ্ন

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। এই দ্বৈরথে পার্থক্য গড়ে দিতে পারেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়, এমনটা মনে করেন অজিরা। তাই সেমিফাইনালের মহারণে নামার আগে রয়কে নিয়ে আলাদা পরিকল্পনার কথা ভাবছেন অস্ট্রেলিয়ার বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ। ব্যাট হাতে দুর্দান্ত রয়কে নিয়ে ভাবলেও নতুন বলে অজি বোলাররাও যে কম যান না তাও মনে করিয়ে দিলেন এই বোলিং কোচ। তিনি বলেন, ‘রয় ইংল্যান্ডের  হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাট হাতে তো সে দুর্দান্তই, দলের আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করবে। কিন্তু আমাদেরও বোলিং লাইনআপ ভালো। নতুন বলে আমাদের বোলাররা দুর্দান্ত বল করে।’
চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ৩৪১ রান সংগ্রহ জেসন রয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন প্রোটিয়া বংশোদ্ভূত এই ইংলিশ ব্যাটসম্যান। মাঝে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে খেলতে পারেননি রয়। ইনজুরি কাটিয়ে রাউন্ড রবিন লীগে নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও  নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ফিফটি তুলে নেন এই ইংলিশ মিডলঅর্ডার ব্যাটসম্যান। রয়ের সঙ্গে রানে ফিরেছেন অপর ওপেনার জনি বেয়ারস্টো। দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ দুই ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন বেয়ারস্টো। তবে এসব কিছু নিয়ে ভাবতে চান না অস্ট্রেলিয়ান কোচ। গ্রিফিথ বলেন, ‘অবশ্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা কিছুটা ধাক্কা খেয়েছিলাম। তবে আমরা জানি, আমরা আমাদের সেরা বোলিংটা করে উইকেট তুলে নিতে পারবো। সেমিফাইনালে আমরা আমাদের সেরাটা দিবো, যতটা সম্ভব।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status