অনলাইন

মাদ্রাসাছাত্র তানভীর হত্যা

নাটোরে দুই কিশোরকে ১৮ বছর ও একজনকে ৮ বছরের আটকাদেশ

নাটোর প্রতিনিধি

১০ জুলাই ২০১৯, বুধবার, ৩:৫৫ পূর্বাহ্ন

নাটোরে মাদ্রাসা ছাত্র তানভীর হত্যার দায়ে দুই কিশোরকে ১৮ বছরের ও একজনকে ৮ বছরের আটক আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। আজ বুধবার দুপুরে ট্রাইবুন্যালের বিচারক মাইনুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় অভিযুক্ত তিন কিশোর হুমাইদ হোসেন, বাইজিদ হাসান ও নাইম আদালতে উপস্থিত ছিল।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫শে আগস্ট নাটোর শহরের আলাইপুর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর আবাসিক শিক্ষার্থী তানভীরকে অপহরণ করা হয়। পরে তাকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যার পর লাশ মাদ্রাসার সেফটি ট্যাংকে ফেলে দেয় একই মাদ্রাসার ওই ৩ শিক্ষার্থী।

পরে নিহত তানভীরের বাবা সাইফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা মাদ্রাসা সংলগ্ন একটি সেপটিক ট্যাংক থেকে ১লা সেপ্টেম্বর তানভীরের লাশ উদ্ধার করে। ওইদিনই নাটোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এ মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক গুম, হত্যা ও অপহরণের দায়ে অভিযুক্ত হুমাইদ হোসেন ও বাইজিদ হাসানকে শিশু আইনের ৩টি ধারায় ১৮ বছর করে আটকাদেশ দেন। অপর অভিযুক্ত নাইমকে ২টি পৃথক ধারায় ৮ বছরের আটকাদেশ দেয়া হয়।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status