অনলাইন

ডেঙ্গু আক্রান্ত নারী ফুটবলার মার্জিয়া ও সাজেদা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১০ জুলাই ২০১৯, বুধবার, ২:০৫ পূর্বাহ্ন

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ময়মনসিংহে ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের কন্যা মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়।

৭ দিন জ্বরে আক্রান্ত থাকার পর মঙ্গলবার সকালে কলসিন্দুর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মালা রাণী সরকার তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে আজ বুধবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান হাসপাতালে দেখতে যান। এ সময় তারা  মার্জিয়া ও সাজেদার খোঁজখবর নেন। তাদের চিকিৎসার বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ফুটবলকন্যা দু’জনের শরীরে প্রাথমিক পর্যায়ের ডেঙ্গু জ্বর পজেটিভ পাওয়া গেছে। চিকিৎসার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের পরীক্ষা-নীরিক্ষা করানো হয়েছে। আপাতত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই তাদের চিকিৎসা করা সম্ভব।

আজ রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। তবে ডেঙ্গু রোগী সম্পূর্ণ সুস্থ্য না হওয়া পর্যন্ত আশঙ্কা থেকে যায় বলেও জানান উপ-পরিচালক।

মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুনের স্বজনরা কন্যাদের উন্নত চিকিৎসা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

জ্বরে আক্রান্ত মার্জিয়া ও সাজেদা জানান, গত ২রা জুলাই তারা জ্বরে আক্রান্ত হন। পরে ৪ঠা জুলাই রক্ত পরীক্ষা শেষে তারা গ্রামের বাড়ি কলসিন্দুরে চলে আসেন। সোমবার রাতে তারা জানতে পারেন যে, তাদের ডেঙ্গু জ্বর হয়েছে।

কলসিন্দুর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মালা রাণী সরকার জানান, মেয়েরা জ্বরে আক্রান্ত হলে ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে গত সোমবার রাতে ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, তারা দু’জনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাই মঙ্গলবার (৯ই জুলাই) সকালে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি।

মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুন দু’জনই জাতীয় দলের খেলোয়াড়। বঙ্গমাতা  বেগম ফজিলাতুন্নেসা আন্তর্জাতিক ফুটবল দল অনুর্ধ্ব-১৯, আন্তর্জাতিক নারী ফুটবল দল অনুর্ধ্ব-১৬ ও অন্যান্য দলের হয়ে খেলেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status