খেলা

ধোনির পাশে দাঁড়ালেন কপিল দেব

স্পোর্টস ডেস্ক

১০ জুলাই ২০১৯, বুধবার, ১:৩৮ পূর্বাহ্ন

মন্থরব্যাটিং নিয়ে সমালোচনায় পরতে হয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। বিশেষ করে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ধোনির ব্যাটিং বেশ চোখে লেগেছে ক্রিকেট বোদ্ধাদের। এনিয়ে ধোনির মণ্ডুপাত করেছে ক্রিকেটবোদ্ধারা। এমন সমালোচনায় ধোনির পাশে দাড়ালেন ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ধোনির সমালোচনা নিয়ে কপিল বলেন, ‘খুবই অন্যায় হচ্ছে এ ভাবে ধোনির সমালোচনা করাটা। আমি এটা সমর্থন করি না। ধোনি আমাদের সর্বকালের সেরা ক্রিকেটারদের এক জন। যারা সমালোচনা করছেন, তাদের প্রশ্ন করতে চাই, সমস্যাটা কোথায়? ধোনি কি দলের কাজে আসছে না? না কি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না? সমস্যাটা ওখানেই। আমরা এত কিছু প্রত্যাশা করে ফেলি যে, সেটার উপরে দাঁড়িয়েই আমাদের ভাল-মন্দ বিচারের মাপকাঠিটা তৈরি হয়ে যায়। আমার তো ধোনির খেলা দেখে মনে হচ্ছে, দারুণ করছে। আর সেটা মনে হচ্ছে কারণ আমি দরের দৃষ্টিভঙ্গি থেকে ওর পারফরম্যান্সকে বিচার করার চেষ্টা করছি।’

মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে (২০১১)। তার নেতৃতেই টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু সবকিছুইর একটা সীমা থাকে, ধোনি এখন আর কুড়ি বছরের তরুণ নয় বলে জানিয়েছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। তিনি বলেন, ‘আমার মনে কোনও সন্দেহই নেই যে, ধোনি এখনও ভারতীয় দলের সম্পদ। এই দলের খুবই গুরুত্বপূর্ণ এক জন ক্রিকেটার। কিন্তু আমরা যে দশ-পনেরো বছর আগের ধোনিকে সব সময় দেখতে চাইছি। সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয়, আর একটু বাস্তব দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করলে সকলেই সত্যিটা দেখতে পাবে। ধোনিকে এখনও দরকার ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status