অনলাইন

সংরক্ষিত আসনের এমপি রুশেমা ইমাম আর নেই

ফরিদপুর প্রতিনিধি

১০ জুলাই ২০১৯, বুধবার, ১১:২৫ পূর্বাহ্ন

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমেশা ইমাম আর নেই। মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রুশেমা ইমাম একাদশ সংসদের ৩৩৪ ও সংরক্ষিত মহিলা ৩৪ আসনের সরকারদলীয় এমপি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি দুই ছেলে সাইফুল আহাদ সেলিম, আসাদ উদ্দিন আহমেদ ও একমাত্র মেয়ে উর্মি ইমামসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

গত ৮ই ফেব্রুয়ারী ফরিদপুর জেলার সংরক্ষিত আসনে রুশেমা ইমামকে সংসদ সদস্য মনোনীত করা হয়। এরপর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

বাদ আছর ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মরহুমার জানাযা শেষে কমলাপুরে পারিবারিক কবরস্থানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status