খেলা

২০১৯ বিশ্বকাপের যত রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

১০ জুলাই ২০১৯, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপেও ব্যাটে-বলে  স্মরণীয় কিছু ইনিংস উপহার দিয়েছেন খেলোয়াড়রা। খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে ঘষামাজা হয়েছে রেকর্ডের পাতায়। ব্যক্তিগত নৈপুণ্যে আসরটি স্মরণীয় করে রেখেছেন যারা- সাকিব আল হাসান তাদের অন্যতম। বাংলাদেশের এ বিশ্বসেরা অলরাউন্ডার আসরে দেখিয়েছেন চৌকস নৈপুণ্য। ৮ ম্যাচে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নিয়ে আসরসেরা খেতাবেরও দাবিদার সাকিব। এবারের বিশ্বকাপের রেকর্ডগুলো দেখে নেয়া যাক-

ব্যক্তিগত সর্বোচ্চ
১৬৬ ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া-বাংলাদেশ, ট্রেন্ট ব্রিজ
১৫৩ জেসন রয়, ইংল্যান্ড-বাংলাদেশ, কার্ডিফ
১৫৩ অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, ওভাল

সেরা বোলিং
৬/৩৫ শাহিন আফ্রিদি, পাকিস্তান-বাংলাদেশ, লর্ডস
৫/২৬ মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, লর্ডস
৫/২৯ সাকিব আল হাসান, বাংলাদেশ-আফগানিস্তান, সাউদাম্পটন

দলীয় সর্বোচ্চ
৩৯৭/৬ ইংল্যান্ড-আফগানিস্তান, ওল্ড ট্রাফোর্ড
৩৮৬/৬ ইংল্যান্ড-বাংলাদেশ, কার্ডিফ
৩৮১/৫ অস্ট্রেলিয়া-বাংলাদেশ, ট্রেন্ট ব্রিজ

দলীয় সর্বনিম্ন
১০৫ পাকিস্তান-উইন্ডিজ, ট্রেন্ট ব্রিজ
১২৫ আফগানিস্তান-দ. আফ্রিকা, কার্ডিফ
১৩৬ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, কার্ডিফ

সংখ্যাতত্ত্ব
২১০২১ প্রথম পর্বের মোট রান।
৬২৫ প্রথম পর্বের মোট উইকেট।
২২ সবচেয়ে বেশি ছক্কা ইংল্যান্ডের এউইন মরগানের, ১৭টিই আফগানিস্তানের বিপক্ষে।
১৯ সবচেয়ে বেশি ডিসমিসাল অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির।
১১ সবচেয়ে বেশি ক্যাচ ইংল্যান্ডের জো রুটের।
১৯২ সবচেয়ে বড় জুটি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে।

রেকর্ড কর্নার
@ ওয়ানডেতে ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা। আফগানিস্তানের বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যানরা মেরেছেন ২৫টি ছক্কা।
@ ওয়ানডেতে ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা এউইন মরগানের। আফগানিস্তানের বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছেন ইংল্যান্ড অধিনায়ক।
@ এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি ভারতের রোহিত শর্মার (৫)।
@ এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংসে শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান (৭)।
@ প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে ৫০০ রান ও ১০ উইকেট সাকিব আল হাসানের।
@ বিশ্বকাপে টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের পাশে বসেছেন ভারতের বিরাট কোহলি (৫ ইনিংস)।
@ বিশ্বকাপে টানা তিন ম্যাচে ৪ উইকেট নেয়ার রেকর্ডে পাকিস্তানের শহীদ আফ্রিদির পাশে বসেছেন ভারতের মোহাম্মদ শামি।
@ এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার পাশে বসেছেন স্বদেশি পেসার মিচেল স্টার্ক।
@ বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড রশিদ খানের। ইংল্যান্ডের বিপক্ষে আফগান লেগ স্পিনার ৯ ওভারে দিয়েছেন ১১০ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status