খেলা

এসএস গেমসের বহর ৯০০ জনের!

স্পোর্টস ডেস্ক

১০ জুলাই ২০১৯, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

নেপালের কাঠমান্ডু ও পোখরাতে ১লা-১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসর। ২৭ ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নেবে বাংলাদেশ। যার ফলে একক ও দলীয় ইভেন্টের প্রায় নয়শ’ ক্রীড়াবিদ ও কর্মকর্তা থাকবেন লাল সবুজের বহরে। গতকাল ডিসিপ্লিনগুলোর কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে এ তথ্য জানান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ বিষয়ে তিনি বলেন, ‘২৫টি ডিসিপ্লিনে অংশ নিতে আমাদের প্রায় নয়শ’ ক্রীড়াবিদ ও কর্মকর্তা যাবেন নেপালে। যদিও এখনও চূড়ান্ত গণনা করা হয়নি। কাল প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে ২৫ ডিসিপ্লিনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শাহেদ রেজা। নেপাল এসএ গেমসে থাকবে ২৭টি ডিসিপ্লিন। এগুলো হলো- আরচারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, জুডো, কাবাডি, কারাতে, খো খো, প্যারাগ্লাইডিং, শুটিং, স্কোয়াশ, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ান্ডো, টেনিস, ট্রায়াথলন, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু। তবে প্যারাগ্লাইডিং ও ট্রায়াথলন বাদে বাকিগুলোতে অংশ নেবে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status